কেরিয়ারে রয়েছে ভাল সময়....
শুধু তাই নয়, বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারেন তাঁরা....
রসুন না খেয়েও, শুধু বালিশের তলায় এক কোয়া রসুন রাখলেও মেলে উপকার।
সন্তান আগমনের সুখবর পেতে পারেন।
কেমন যাবে আজকের দিন
নাহলে আরও সমস্যা বাড়বে।
গরিবের সাহায্য করতে হবে কর্কট রাশির জাতকদের।
আমেরিকায় আদিবাসীর মধ্যে কিডনি রোগের চিকিত্সারয় ওষুধ হিসেবে বনফুল ব্যবহার করা হয়।
ফিরে আসতে পারে হারিয়ে যাওয়া প্রেমও।
যার ফলে শরীর থেকে জল এবং নুন বেড়িয়ে যাওয়ার করাণে একধরনের দুর্বলতা গ্রাস করে খুদেদের।
চলুন দেখে নেওয়া যাক, আপনার জন্য কোন রাশির মেয়ে একেবারে উপযুক্ত।
আপনি যদি প্রতিবার একটি নতুন সূচ ব্যবহার করেন, তবে ইনসুলিন পেনটি একাধিকবার ব্যবহার করা যেতে পারে।
এই বীজ নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
এছাড়াও আপেল, লেবু, কমলালেবু খাওয়া খুব ভাল।
জর্জরীত হতে পারেন একাধিক সমস্যায়
এই গোচরের ফলে আগামী ৪১ দিন দারুণ কাটতে চলেছে কয়েকটি রাশির জাতকদের
সেই চিহ্নগুলি অতিসাধারণ হলেও তা নির্দেশ করে সংসারে মা লক্ষ্মীর আগমন
যা শরীর ভাল রাখতে সাহায্যে করে।
এমন কিছু ফল রয়েছে যা খেলে জীবন পর্যন্ত যেতে পারে
আমরা সব সময়ে ত্বক বা চুল সমস্ত কিছুরই যত্ন নিয়ে থাকি।
কারণ ছোটবেলায় চুরি করে আচার খাওয়ার অভ্যাস সকলেরই ছিল।
পাশাপাশি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। তবে জানেন তাঁরা কোন কোন দেবতা?
এক্ষেত্রে কিডনি বিকল পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকা দরকার।
বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে যা করতে পারেন।
তাই শাস্ত্র মতে, বেশ কিছু নিয়ম মেনে চললে সংসারের শান্তি বজায় থাকবে, পাশাপাশি সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।
সকলেই ভাবছেন কদিন আর ব্যবহার করা যাবে সেই বাটা মশলা? কয়েকটি নিয়ম মেনে চললেই বাড়িতে বেটে রাখা আদা-রসুনও মাস খানেক ভাল থাকবে।
কাদের সময় ভাল কাটবে, জেনে নিন –
সোনা পড়লে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় এবং জীবনে ধন, বৈভব এবং সুখ ও সমৃদ্ধি আসে।
কারণ কোমর চাপা জিন্স পরার অভ্যাসে শিরদাঁড়াতেও ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
বিদেশে কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে।
পাশাপাশি এই সময়ে চা, কফি খাওয়া কমাতে হবে।
বিশেষ করে সিদ্ধ পেঁপে লিভারকে ভাল রাখে।
দেখে নেওয়া যাক এর কোনও গুণ আছে কি না।
স্বামী-স্ত্রীর সম্পর্কও মধুর থাকে।
তাই শনি দেবকে প্রসন্ন করতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে প্রতি শনি বার তাঁর পুজো করা উচিত।
ভাই-বোনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে।
একান্তই যদি সরানো সম্ভব না হয়, সেক্ষেত্রে আয়নাটির উপরে একটি কাপড় দিয়ে জড়িয়ে রাখুন।
মিষ্টি, নোনতা, ঝাল, টক, তেতো, এবং বিস্বাদ সবকিছুই রয়েছে।
তাই সব মিলিয়ে ভারতেও এই রীতি প্রচলন হয়।
কানেক্টিভিটির কথা বললে, এতে ইউএসবি পোর্ট এবং এসি ডিসি মোড বিদ্যমান।
এই পুষ্টি জোগাতে সাহায্য করে দুধ।
জানেন সেটি কি রোগ হতে পারে? তবে চলুন জেনে নেওয়া যাক আসল বিষয়টি।
এছাড়াও ঘরোয়া বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই রোগ নিয়ন্ত্রণে রাখতে হলে।
শরীরে এর মাত্রা বেড়ে গেলে নানা সমস্যা দেখা দিতে পারে।
নিজের রান্নার গুণে এঁনারা সকলের মনে জায়গা করে নিতে সক্ষম হন।
বাবার সঙ্গ পাবেন।
সেখান থেকে মুখের মধ্যে ফোঁড়া বা ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা রয়ে যায়।
ইতিমধ্যে গোটা রাজ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।
তাই গ্রহণ চলাকালীন এর নেতিবাচক প্রভাব এড়াতে বেশ কিছু কাজ করা অবশ্যই উচিত ও আনুচিত।
বিভিন্ন খাদ্যদ্রব্যের মাধ্যমে এটা শরীরে ঢোকে।
তাছাড়া লিভারের সমস্যায় ভুগলে রক্তবমি হতে পারে বা মলের সঙ্গে রক্ত বের হতে পারে।
চতুর্থ ঢেউ আসার আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তার কারণ এতে জীবাণু প্রতিরোধকারী এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যা ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়।
আগে জেনে নেওয়া ভাল কোন কোন উপসর্গগুলি দেখলে বোঝা যাবে যে শরীরে দানা বাঁধছে অ্যাস্থমা।
তাহলে এই সময়ে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করা একেবারেই উচিত নয়।
তবে এর কারণ হতে পারে সঠিক সময়ে আমরা সঠিক খাদ্যগ্রহণ করি না সেই কারণে হতে পারে।
দেখে নিন তালিকায় রয়েছেন কারা-
জেনে নিন কোন রাশির জাতকরা লাভবান হবেন-
তাই দেখে নিন রুপো ধারণ করলে কী উপকার পেতে পারেন—
ঠিক সেইভাবেই কোনও মানুষ স্বামী বা স্ত্রী হিসেবে কতটা ভাল বা রোম্যান্টিক তাও বোঝা সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক, আকন্দ গাছের উপকারিতা-
এর ফলে গ্যাস বা অ্যাসিডিটির মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায় সহজেই।
লাল, কালো বাদ দিয়ে যদি সাদা দাগ থাকে তাহলে মনে করতে হবে সেই পুড়ে যাওয়া অংশ সম্পূর্ণরূপে নিরাময় হয়েছিল।
এই সমস্যা যদি ঘরোয়া উপায়ে দূর করা সম্ভব হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।
দেখে কোন কোন রাশির ভাগ্য খুলবে-
শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে প্রেমের জোয়ার আসবে এই রাশির জাতকদের জীবনে।
আসুন আমারা সেই উপকারিতা সম্পর্কে জেনে নিই।
তাঁদের আরও মত, প্রতিবার সিজারের সঙ্গে সঙ্গে ঝুঁকি কিন্তু বাড়ে।
চলুন দেখে নেওয়া যাক আমের গুনাগুণ।
তবে চলুন জেনে নেওয়া যাক, এর আসল কারণ কী হতে পারে।
যেন ফ্রিজের কয়েল সহজে ঠান্ডা হতে পারে।
বিমানবন্দরে গিয়ে কোন খাবারগুলি এড়িয়ে চলবেন?
তারপর জল ঠান্ডা করে কুলকুচি করুন।
সুগার কমানোর পাশাপাশি এর মধ্যে থাকা ফাইবার পেটের স্বাস্থ্য ভালো রাখে।
এগুলিতে বসার আগে অবশ্যই স্প্রে করে নিন।
হৃদপিণ্ডকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য খুব দ্রুত স্পন্দিত হলে তারা বৈদ্যুতিক শক পাঠায়।
অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া।
দুগ্ধ জাতীয় খাবারের থেকে গরমে দূরত্ব রাখাই ভাল।
বাদাম তেল মালিশ করলে হাড় অত্যন্ত মজবুত হয়ে থাকে ৷
এমনই দাবি গবেষকদের।
কারণ কোনও জিনিসই একেবারে অতিরিক্ত পান করা শরীরের পক্ষে ক্ষতিদায়ক তা সকলেরই জানা।
তাই এই কাজ থেকে বিরত থাকুন।
বলা হয়, অন্যের পেন নিজের কাছে রাখলে কেরিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। হাত থেকে অর্থ বেরিয়ে যেতে পারে।
তবে পেঁয়াজ খান কিন্তু এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন।
যদিও সেটি একেবারেই নিমূল হয়ে যায় না অনেক সময়ে।
সেক্ষেত্রে এমন কিছু কথা থাকে যা কখনই স্ত্রীকে বলা উচিত নয়
জানা গিয়েছে, বাজার থেকে আনা ডিম রান্নার আগে ধুয়ে নেওয়া মোটেই সঠিক অভ্যাস নয়
অন্যান্য ঐতিহাসিক এবং পণ্ডিতদেরও একই বিশ্বাস।
দেখে নিন তালিকায় রয়েছে কোন কোন রাশি-
সপ্তাহের শেষে বিনোদনমূলক কাজে ব্যস্ত থাকবেন।
বিজ্ঞানীদের মতে, এক ধরণের হরমোন আমাদের মনে উত্তেজনা ছড়ায় আর তার প্রতিক্রিয়া হিসেবেই এই সমস্ত ঘটনা ঘটে।
তাই এবার আসুন জেনে নেওয়া যাক, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার ফলে ঠিক কী কী সমস্যা দেখা দিতে পারে।
চলুন দেখে নেওয়া যাক কী কী উপায়ে মধু খাওয়া একেবারেই উচিত নয়।
চলুন জেনে নেওয়া যাক, এই ধূপের গন্ধ স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক।
সচেতনতা এই রোগ থেকে বাঁচার এক মাত্র হাতিয়ার।
অনেকেই জানেন না কেন সেটি রেখে খাওয়া শরীরের পক্ষে ক্ষতিদায়ক।
অসাবধানতার চরম মূল্য চোকাতে হতে পারে।
এতেই সাদা জামা থেকে ঘামের দাগ উঠিয়ে ফেলা যাবে।
একটি প্রান্ত আপনার ফোনের সঙ্গে প্লাগ করে নিন।
এরপর ঘণ্টাখানেক সেটিকে রেখে তারপর ঘষে ধুয়ে ফেলুন। কাপের দাগ উঠে যাবে।
আসুন জেনে নেওয়া যাক, এই খাবার খেয়ে ঠিক কী লাভ হয়।
আপনার নতুন অধিগ্রহণ থাকতে পারে, যা আপনার জীবনধারাকে উন্নত করবে।
কীভাবে তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করবেন বা কীভাবে পরিষ্কার রাখবেন রান্নাঘর।
তারপরের দিন সকালে সেটিকে ছেঁকে দুধের সঙ্গে পান করুন।
এই উপাদানটি হাড়ে ক্যালশিয়ামের ঘনত্ব হ্রাস করে, ফলে দুর্বল হয় হাড়।
লাকি প্ল্যান্টস কী কী, জেনে নিন এমন কয়েকটি গাছের নাম।
সুগার দ্রুত বাড়তে পারে না।
নাক ডাকার সমস্যা কমবে।
নয়া সম্পত্তি গড়ে তোলার ক্ষেত্রে সফল হবেন।
শুক্র মেষ রাশির প্রথম স্থানে থাকবে। বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন।
এই কাজ তাই অবশ্য করণীয়ের তালিকায় রয়েছে।
জ্যোতিষে গ্রহের রাশি পরিবর্তন বা যুতি রাশিচক্রে উপস্থিত প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপরই প্রভাব বিস্তার করে থাকে।
নিয়মিত দুটি কাজ হারাতে পারে মারণব্যাধিকেও
যার ফলে গ্যাসের খরচাও বাঁচবে। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
শুধু তাই নয়, গবেষকরা জানিয়েছেন করোনার প্রভাবে শরীরের কোনও না কোনও অঙ্গে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।
শরীর ভাল রাখার জন্য হজমের খুবই দরকার পড়ে।
এর ফলে বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হতে পারেন৷
শুকিয়ে গেলে সাবান ও ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।
সেই সময় কোনও শুভ কাজ সম্পন্ন করলেই বিপদ। সূতককাল সম্পর্কে বিশদে জেনে নিন-
মহিলাদের মুখের এই দিকে তিল থাকলে তাঁরা অনেক অর্থ উপার্জন করে থাকেন
হোমিওপ্যাথি ওষুধের মতোই অ্যান্টিবায়োটিক খাওয়ার পড়ে কিছু খাবার খেলে ওষুধের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয়।
তাই শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে লিচুর জুড়িমেলা ভার।
একেবারে ঘরে তৈরি কমলাভোগ খেয়ে রসনা তৃপ্তি করতেন মিষ্টিপ্রেমীরা।
এই পেস্টটি এবার মুখে আলতোভাবে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।
আপনি যদি রোজ কয়েকটা করে চিনাবাদাম খান তাহলে এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
তবে তেজপাতা মাথা ও গাঁটের ব্যথায় একেবারে ম্যাজিকরে মতো কাজ করে।
অকারণে টাকা খরচ করবেন না। তবে জ্বর এবং সর্দি হতে পারে।
তাই জ্যোতিষমতে, এই দিন এই জিনিস দান করলে সংসারে সুখ, শান্তি ও অর্থের কোনও অভাব হয় না।
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো হতে পারে।
খেয়াল রাখতে হবে এদিনে ভুলেও যেন কোনও খারাপ কাজ হয়ে না যায়।
তাই রাশি মেনে ধাতু কিনলে বেশি লাভবান হওয়া যায় বলেই পরামর্শ দিচ্ছেন জ্যোতির্বিদরা।
স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ বাড়তে পারে।
এক ঝলকে দেখে নিন এই দিনটিতে কী করবেন আর কী করবেন না।
এর জন্য নানা ধরনের টোটকা দেওয়া হয়ে থাকে যাতে বিপদ থেকে মুক্তি হতে।
মূলত সেই কারণেই চলতি বছরেও বিপুল সংখ্যায় ফ্রেশার নিয়োগ করবে এই আইটি সংস্থাগুলি।
জ্যোতিষমতে, এই ৫টি রাশির জাতকরা খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন।
এখন অনেকটাই নিয়ন্ত্রিত রয়েছে করোনার সংক্রমণ।
লেখালেখির কাজে আয় বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে।
তাই তাঁরা অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই জিনিসগুলি কিনতে পারেন-
জ্যোতিষশাস্ত্র মতে, নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে গ্রহণের দিন অবশ্যই কিছু কাজ করা প্রয়োজন।
পরিবারের সদস্যদের সময় কাটাবেন।
তাতে আপনি অনেকক্ষণ জল না খেলেই ন্টিফিকেশন দিয়ে আপনাকে জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে এই স্মার্ট জলের বোতল।
তাহলে আজ জেনে নিন ফোন হ্যাং হওয়া থেকে আপনি বাঁচবেন কীভাবে-
তাই নিজের ত্বকের ধরণ অনুযায়ী বেছে নিন সানস্ক্রিন-
সূর্যগ্রহণের সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই কয়েকটি রাশির জাতকদের
সবমিলিয়ে এর সুপ্রভাব পড়বে পাঁচ রাশির জাতকের উপর
বিশেষ করে বাইরে বেরোনোর মিনিট ১৫ আগেই সানস্ক্রিন মেখে ফেলুন।
অনেক বাড়িতেই সেইভাবে টিফিন করার সময় থাকে না।
পরদিন সকালে খালি পেটে খান।
যদি ৫ স্টার রেটিং হয় তাহলে ওই এসি’তে সবথেকে কম বিদ্যুৎ খরচ হবে।
চিকিৎসকদের মতে, দু’পায়ের মাঝে কোলবালিশ নিয়ে ঘুমানোর জেরে মেরুদণ্ডের লাভ হয়।
এই মানসিক রোগকে হঠাৎ রেগে যাওয়া বা ইন্টারসিটেন্ট এক্সপ্রেসিভ ডিস অর্ডার বলে।
এই রোগের হাত থেকে বাঁচতে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার।
নাকের সমস্ত সমস্যা এই একটা রোগ সাংঘাতিক ভাবে বাড়িয়ে দিতে পারে।
আপনাদের কাছে রইল একেবারে চটজলদি সমাধান।
তাই এই সময়ে নিজের শরীরকে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাতে বেশ কিছু বিষয় মাথায় রাখা খুবই দরকার।
দেখে নিন কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে-
বাড়তে কোনও আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য বিবাদ অনেক দূর যেতে পারে।
আসুন জেনে নেওয়া যাক টক দই’র গুণাগুণ-
চলুন দেখে নেওয়া যাক, সেই তালিকায় কোন কোন ফলগুলি রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমনোর সময় অন্তর্বাস পরলে বিশেষ কাটিংয়েরই পরা উচিত৷
পায়ে ছত্রাকের সংক্রমণ হলেও দেখা দিতে পারে এই সমস্যা।
এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং অ্যান্টি-অক্সিড্যান্ট
অন্যদিকে তেলমশলা বেশি দেওয়া খাবার খাওয়া মানেই নানা সমস্যার সম্মুখীন হতে হয় বহু মানুষকেই।
এক চামচ মধুতে রয়েছে ৬০ ক্যালোরি
দৃষ্টিশক্তি উন্নত করতে দারুণ সাহায্য করে ঢেঁড়শ।
ইউরিয়া কিংবা অ্যাসিড যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
খাদ্যতালিকা থেকে বাদ দেন ফ্যাটজাতীয় খাদ্য।
দাঁতের যত্নে অনেকেই নিমপাতার ব্যবহার করে থাকেন।
আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে।
পুরনো ঋণ শোধ করতে সমস্যার মুখে পড়তে পারেন।
যদিও আমরা অনেকেই জানি না, আম গাছের প্রতিটি অংশের মতো এর আঁটিও নানা উপকারী গুণে ভরা৷
তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই দিকটায় খেয়াল রাখতে হবে।
চিকিৎসকদের কথায়, পেঁপে বেশ কিছু রোগকে বাড়িয়ে দিতে পারে।
এ ছাড়াও গ্লুটামিক অ্যাসিড, লাইসিন, ট্রিপ্টোফানের মতো প্রোটিনও রয়েছে তরমুজের বীজে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই মশলাগুলি কী কী।
এই সময়ে ব্রত ভঙ্গ করার পর নানা ধরনের ফল থাকা সত্ত্বেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় খেজুরকে
মশার জ্বালাতন থেকে বাঁচতে বাড়িতে লাগান এই গাছগুলি-
আজ দেখে নেওয়া যাক বাড়ির দক্ষিণদিকে কোন কোন গাছ রাখা মোটেও ভাল না-
এই ফলের নাকি রয়েছে নারী-পুরুষ ভেদ
হাত থেকে চোখে পারফিউম গেলে তাতেও সমস্যার সৃষ্টি হতে পারে।
কী কী কারণে ব্রণ হতে পারে দেখে নিন।
বুদ্ধি খরচ করে টিকিট কাটলে আপনি কিন্তু সস্তায় বিমানের টিকিট পেতে পারেন।
এই সময়ে ওষুধ ও ব্যায়ামের পাশাপাশি বেশ কিছু ঘরোয়া টোটকা মানলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।
তাই ফ্রিজে ডিম বেশি দিন ভালো থাকে।
দেখে নিন কোন কোন রাশির জাতকরা রয়েছেন এই তালিকায়-
সামনেই যে পঞ্চক যোগ তৈরি হতে চলেছে তাতে কোন কোন কাজগুলি করা মোটেও শুভ হবে না-
নিয়মিত আম খেতে শুরু করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
যে এই গ্রহণ কোন রাশিদের জন্য শুভ ও কাদের জন্য অশুভ হতে চলেছে।
বিশেষজ্ঞদের মতে, চুলের পরিচর্যায় তেলের প্রচলন বহু যুগ আগে থেকেই।
সাদা চিনির পরিবর্তে অবশ্যই বাদামি চিনি ব্যবহার করুন।
তাই এই সময়ে নিরামিষ খাবার খেতে পারেন।
আবার কেউ, নিশ্চিন্তে রাতে ফল খান, অথচ কোনওরকম অসুস্থতাই অনুভব করেন না।
এ ক্ষেত্রেও ভিনিগারেই হতে পারে মুশকিল আসান।
সঠিক সময়ে খাদ্যাভাস মধ্যবয়সি ব্যক্তিদের ছয় থেকে সাত বছর পর্যন্ত আয়ু বাড়াতে পারে এবং অল্প বয়সীদের ১০ বছর পর্যন্ত আয়ু বাড়াতে পারে।
আপনার লিভারে যে সমস্যা রয়েছে সেই বিষয়টি আপনার আগে জানা খুবই দরকার।
অবশেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন।
নিয়মিত ঝুঁকে এই ব্যায়াম করলেই সুস্থ ও নীরোগ থাকবেন আপনি।
যদিও বিশেষজ্ঞদের মতে, সারাদিনে আট গ্লাস জল অবশ্যই পান করা দরকার।
পাশাপাশি চুলের বেশ কিছু সমস্যাতেও ওষুধের মতো কাজ করে পেঁয়াজের রস।
হৃদরেখার উপর বা আশেপাশে এই জাতীয় চিহ্ন থাকলে সতর্ক হন।
পশ্চিমবঙ্গের সর্বত্রই ১১২ নম্বরে ডায়াল করলে সব রকমের জরুরি পরিষেবা পেতে পারেন।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক তালশাঁসের গুনাগুণ।
পরিবারে শুভ অনুষ্ঠান সম্ভব।
আবার কিছু কিছু খাদ্য বাড়িয়ে দিতে পারে এই সমস্যা।
তবে এখানেই শেষ নয় এই সব না মানলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে থাকে।
এ ক্ষেত্রে বেশ কয়েকটি যুক্তিও দিয়েছিলেন হুভার।
পৌরাণিক কাহিনি অনুসারে হনুমান কখনও বিয়ে করেননি।
আপনি যদি রক্তস্বল্পতা, ক্লান্তি, দুর্বলতা এবং হাড়ের দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন, তাহলে এই জিনিসগুলি ভিজিয়ে খাওয়া শুরু করুন।
দরজা বন্ধ না থাকলে সে ভাপের কারণে ‘ফায়ার অ্যালার্ম’ বেজে উঠতে পারে।
আপনার জন্য রইল কলকাতার সেরা কইয়েকটি রেস্তোরাঁর খোঁজ, যেখানে আহারে বাহারে সবেতেই বর্তমান বাঙালিয়ানা-
এরা লড়াই করে নিজেরটা আদায় করতে পারেন।
এমনটাই জানিয়েছে বিশেষজ্ঞকেরা।
সাইবার বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এই ভাবে যেখানে সেখানে ফোন চার্জে বসালে হয়ে যেতে পারে বড়সড় ক্ষতি।
কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা ও পারিবারিক জীবনে অত্যন্ত লাভবান হবেন এই রাশির জাতকরা।
দেখে নিন কোন কোন কাজ করতে হবে –
রেস্তরাঁর কর্মীদের পরনেও থাকে জেলেরই পোশাক।
এর ফলে সংসার ও গ্রাহক শনির অশুভ দৃষ্টির সম্মুখীন হতে পারে।
ভাল রাখে হার্ট, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও কাজে আসে।
এই রোগের চিকিৎসার জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি কিছু ঘরোয়া টোটকাও ব্যবহার করতে পারেন।
একটা মোবাইল চার্জ করতে আপনার যতটা পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তার থেকেও কম বিদ্যুৎ খরচ করবে এই ধরনের পুঁচকে এসি।
তাই সব কিছু ছেড়ে আগে খাবারের দিকে বিশেষ করে নজর দিন।
বৃহস্পতির এই গোচরের ফলে শুভ ফল ভোগ করবে ৩টি রাশির জাতক-জাতিকারা।
জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন এই বরফের টুকরো।
তাঁদের গবেষণা অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিতে পারে।
ঘামাচির হাত থেকে বাঁচতে বেশ কিছু সাধারণ পন্থা মাথায় রাখা দরকার।
যা রক্তনালীগুলির প্রসারণকে করতে সাহায্য করে ।
পরিবারে কারও এই রোগ থাকলে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণত একটু বেশি।
বিভিন্ন রোগের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যাই বেশি রয়েছে পৃথিবীতে।
আপনার আর্থিক অবস্থার ব্যাপক সমৃদ্ধি ঘটবে।
দেখে নিন কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়-
এই সংস্থার দাবি, এক ঝলকে আপনি কী দেখলেন অর্থাৎ ওই অবয়ব দৌড়ে সামনে আসছে নাকি পিছনে যাচ্ছে, তা বলবে আপনার মস্তিষ্কের কার্যকারিতা ও চিন্তাধারণা।
কিন্তু মজার বিষয় হল এক ঝলকে কোন জিনিসটি আপনি আগে দেখলেন তা বলে দেবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য।
আপনি এমন কোনও কাজ করতে পারেন, যা সকলের প্রশংসা লাভ করবে।
এমন কিছু মানুষ আছেন যারা, একবার খাওয়ার পর আবার খিদে পেয়ে যায়, কিন্তু এই লক্ষণ একেবারেই ভাল নয়।
এখানেই শেষ নয়, বাঙালিদের মধ্যে সন্তান ধারণে অক্ষমতার জন্য বেশির ভাগ ক্ষেত্রেই দায়ী পুরুষরা, এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে এই গবেষণা।
জেনে নেওয়া যাক, ঘন, মসৃণ, রেশমের মতো চুল পাওয়ার জন্য কী ভাবে যত্ন নিতে হবে।
পারলে আপনি জলে কিংবা দুধে ভিজিয়ে রেখে এই বীজ খেতে পারেন।
অপরদিকে মাংস কম খেলে যে এই রোগের আশঙ্কা কমতে পারে, এটাও বলা হয়েছে।
বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে লেবুর দাম অনেকটা বেড়ে যাওয়াতেই তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন৷
বাড়ির শিশুটি দুধ খেতে না চাইলে তেমন কিছু খাওয়ানো যেতেই পারে যাতে ক্যালসিয়ামের ঘাটতিটা শরীরে একেবারে সমান মাত্রায় বজায় থাকে।
বয়স ভেদে এই প্রেশার স্বাভাবিক থাকার হিসাব সামান্য বদলে বদলে যায়।
তাঁদের জীবনে বিরাজ করবে সুখ ও সমৃদ্ধি।
তাই জ্ঞানী চাণক্য বলেছিলেন, কতকগুলি বিষয় রয়েছে যা সবসময় মাথায় রাখা উচিত মানুষ চেনার জন্য।
সেই সমস্যার সমাধানের জন্য বেশ কিছু ঘরোয়া উপায়।
কিন্তু কিছু উপসর্গ থাকে যা আগাম জানান দেয় স্তন ক্যান্সারের লক্ষণ।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্নে ও বৃক্কের স্বাস্থ্য ভাল রাখতেও আখের রস দারুণ উপযোগী।
তাহলেই অন্য মানুষটিকেও ভালবাসতে পারবেন।
তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে। এই ব্যথা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই উপায়ে।
এবার রোগ প্রতিরোধ কম থাকলে শরীরে ফুটে ওঠে এই কয়েকটি লক্ষণ-
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা বিশ্ববিদ্যালয় এ নিয়ে এক গবেষণা পত্র বারকরেছিল যাতে দেখা গিয়েছিল কন্ডোম আধুনিককালের শুধু নয়, বরং যীশু খিস্টের জন্মের আগেও ছিল।
কী ভাবে এদের দুষ্টুমির রাশ টানবেন, জেনে নিন।
এছাড়াও আমাদের দৈনন্দিন এই পানীয়গুলিও করতে পারে লিভারের ক্ষতি।
অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে কালো না সবুজ আঙুর না কালো আঙুর খাওয়া বেশি উপকারী।
তরমুজের আরও গুণ সম্পর্কে জানলে আপনিও চমকে উঠবেন।
তবে শারীরিক বিভিন্ন সমস্যার মোকাবিলায় ঘরের মধ্যে হলেও খালি পায়ে হাঁটার অভ্যাস করুন।
কিন্তু শৌচালয় ব্যবহারের আগে অবশ্যই এই বিষয়গুলি এড়িয়ে চলুন।
তারপর আগামী জুলাইয়ে ফের নিজের আগের অবস্থায় ফিরে আসবেন শনি।
এখানে কোন অক্ষরের ছেলেদের কথা বলা হচ্ছে জানুন-
ঠিক তেমন ভাবে জেনে নেওয়া দরকার কী কী কারণে ওজন বাড়তে থাকে।
পেট ভরে খাবার খাওয়ার সুযোগ থাকে না।
শনির রাশি কুম্ভে গোচর করবে লাল গ্রহ
দেড়শো গ্রাম চিড়ে জলে ধুয়ে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।
কোনটা ঠিক কোনটা ভুল সেই সম্পর্কে এরা সঠিক ধারণা করতে পারে না।
কলকাতায় প্রথম বিরিয়ানির আবির্ভাব হায়দরাবাদের ওয়াজেদ আলি শাহ’র হাত ধরে।
দেখা দেয় না প্রস্টেট সংক্রান্ত অন্যান্য সমস্যাও।
মোটেই নয়, ফিলিং পাবেন পুরোদমে। অন্তত বিজ্ঞানীরা সেই কথাই বলছেন।
বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রমতে, এই চারটি জিনিস বাড়িতে থাকলে পিছু ছাড়ে না অর্থাভাব
সাপের বিষের প্রতিষেধক হিসেবে আসতে চলেছে ট্যাবলেট
কখনও কখনও রাম বা ওয়াইনেও কাজ চলে যায়।
এখন এই শিকল দিয়ে বেঁধে রাখার রীতি নেই।
শরীরের পক্ষে এটি বেশ ভাল।
সমস্ত পুরুষেরাই ধূমপান করে থাকেন।
চাকরিতে বস বা উচ্চপদস্থ আধিকারিকদের প্রশংসা লাভ করবেন।
এঁরা প্রেম বা নিজের সঙ্গীর সঙ্গে সময় কাটানো তাঁদের কাছে গৌণ, মূলত ফ্রিতে খেতেই নাকি ডেটিং’এ যান তাঁরা।
পারিবারিক জীবনে পরিস্থিতি অনুকূল থাকবে
তবে যমজ সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি, তা মোটামুটি আন্দাজ করা যায় কিছু কিছু ক্ষেত্রে।
চলুন তাহলে দেখে নিই সেগুলি কী কী।
একেই প্রচণ্ড গরম তার মধ্যে দেশের কিছু কিছু জায়গায় এটি ব্যবহার আর বাধ্যতামূলক নয়- এমন বক্তব্যেই যথেষ্ট পরিমাণ গাফিলতি দেখা যাচ্ছে।
যে সব ব্যক্তিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কিংবা অন্যান্য কার্ডিওভাসকুলার রোগ আছে বা আগে হৃদরোগ আক্রান্ত হয়েছেন, এমন ব্যক্তিদের মধ্যে গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি
সংক্রামিত সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে যোনি, পায়ু অথবা মৌখিক যৌন সঙ্গমের ফলে সংক্রমণের ঝুঁকি থাকে।
এবার আর নয় চিন্তা। ভরসা রাখুন এই উপায়ে।
এই রকম কোনও এক ছবি দেখে প্রথমেই আপনার চোখ কোন জিনিসে পড়ল তা থেকে স্পষ্ট হয় আপনার চারিত্রিক বৈশিষ্ট্য।
রক্ত দেওয়ার আগে রক্তদাতাকে বেশ কিছু বিষয় মনে রাখা দরকার।
দেখে নিন কোন কোন রাশির শিওরে সমস্যা-
বিশেষজ্ঞদের মতে, এটিতে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে।
এই টোটকা অবলম্বন করলে মশার হাত থেকে আপনি রক্ষা পাবেনি।
তাই মদ্যপানের সময় ভুলেও চাট হিসেবে খাবেন না এই খাবারগুলি-
তাই দিনের কখন কী খাবার খাচ্ছেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এই রোগকে নিয়ন্ত্রণ করার আগে এই রোগের লক্ষণ জানাটা খুবই দরকার।
এটি যে শুধুমাত্র চুলের জন্য নয়, ত্বকের জন্যও সমানভাবে কার্যকর।
যাত্রার কারণে লাভবান হতে পারেন।
তাহলে দেখে নেওয়া যাক কোন গ্রহের কোন রাশিতে গোচরে কোন রাশি জাতকদের উপর কী প্রভাব পড়ছে।
রসুন যারা খান তাঁদের রক্তও যে খুব পছন্দ এদের তা কিন্তু নয়।
আখরোট বহু রোগকেই দূরে রাখতে সক্ষম।
তবে শুধুমাত্র জল পান করলেই হবে শরীরকে ঠান্ডা রাখতে জলের ঘাটতি মেটাতে রোজ খেতে হবে এই ধরনের খাবারগুলি।
চলুন জেনে নেওয়া যাক কী কী করতে হবে তার জন্য।
তাহলে আসুন জেনেনি বিশেষ কী কী উপকারিতা আছে মোচায়-
তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে।
নয়দিনের এই নিয়ে আটবার বাড়ল পেত্রল-ডিজেলের দাম
আজ জেনে নেওয়া যায় মোচার মধ্যে লুকিয়ে রয়েছে কী কী গুণ।
এই গ্রামে হাওয়ার বেগ অত্যন্ত বেশি, তাই স্থানীয়রা এই গ্রামকে সম্বোধন করেন হাওয়াদারা নামে।
সত্যিই কিন্তু মহাভারতে একজন লক্ষ্মণ ছিলেন
জ্যোতির জন্ম মাতা পার্বতীর মাথা হতে নির্গত রশ্মি থেকে।
খালি পেটে আপেল খেলে হার্টও সুস্থ থাকে।
জন্ডিসের অন্যতম লক্ষণ হল ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া।
দীর্ঘদিন ধরেই আমাদের অজান্তেই এই বিষ ঢুকছে আমাদের শরীরে।
এছাড়াও প্রক্রিয়াজাত খাবার খেলে হৃদরোগ এবং অন্ত্রের ক্যান্সারসহ নানা স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
এখন দেখে নিন কী ভাবে চায়ের পাতাকে প্রতিদিনের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।
তবে মায়ের সঙ্গে মতভেদ হতে পারে।
এই অ্যালার্জি মানেই ত্বকে অতিরিক্ত চুলকানি হয়ে থাকে।
দেখা দিতে পারে বমিবমি ভাব।
এর পাশাপাশি সঠিক ডায়েট ও কিছু ঘরোয়া উপায় মেনে চলা দরকার।
চলুন দেখে নেওয়া যাক কী উপায় রয়েছে।
তবে আপনি ডিপ্রেশনে রয়েছেন কীভাবে বুঝবেন সেটি জেনে নেওয়া যাক তাহলে।
তাহলে জেনে নিন কী সেই স্তোত্র—
ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।
হলুদ ও লাল মিশ্রিত বর্ণের এই আমের জাপানি নামের ইংরেজি অর্থ Egg of the sun।
মহিলাদের প্রজননে সমস্যা ডেকে আনতে পারে।
সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন এই জাতকরা।
থাইরয়েড সমস্যার হাত থেকেও রক্ষা করে এই তুলসী পাতা।
অনেকে আবার সঠিক সময়ের আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে বসেন
এর ফলে কিছু রাশির ভাগ্যোন্নতি ঘটবে।
কখনও কখনও এই ধরনের ফোলা কিছু গুরুতর রোগের উপসর্গ হতে পারে।
তবে এখানেই শেষ নয়, যাঁরা অতিরিক্ত মদ্যপান করেন তাদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা যায়।
বই বেশি কাছে চলে এলে চোখ নামিয়ে তা পড়তে হয়।
চলুন জেনেনি সেগুলি কী কী।
চলুন দেখে নেওয়া যাক এই ফলের গুণ সম্পর্কে।
কাঁচা পেঁয়াজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না স্বাস্থ্যের জন্যেও বিশেষ উপকার করে।
তবে কিছু রাশির জাতকেরা এই গ্রহণের শুভ ফল পাবেন
ঘর মোছার সময়ে জলের মধ্যে বেশ খানিকটা নুন মিশিয়ে দিতে পারেন।
ঠিক সেই সময়তেই এসে হাজির হলেন দুর্বাসা।
যৌন কলা কৌশলও যে তথ্য হাতিয়ে নেওয়ার পন্থা হতে পারে তা আজকের দিনে টেলিভিশনের পর্দায় দেখতে কমবেশি সকলেই অভ্যস্ত।
সংখ্যা তত্ত্বকে কাজে গত জন্মের ব্যাপারে কিছুটা হলেও জানা সম্ভব
কান্না দুঃখের হোক বা সুখের এই কান্নার নেপথ্যে থাকা বৈজ্ঞানিক কারণ কি জানেন?
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের আগেও কেন গণপতি বাপ্পার পুজো করা হয় তা জানেন কি?
কেন শুধুমাত্র কালো বিড়াল রাস্তা কাটলেই থামার কথা প্রচলিত রয়েছে?
পূর্বজন্মে তিনি ছিলেন এক রাক্ষস।
যদি এই সময়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে তাঁকে অবশ্যই বসান পড়া।
ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম ও সঠিক ডায়েটের সঙ্গে জরুরি সঠিক লাইফস্টাইল মেনে চলাও।
এতে সাময়িক আরাম পাওয়া গেলেও শরীরের উপর অজান্তেই বিপদ ডেকে আনছি।
রীর থেকে টক্সিন দূর করতে অ্যালোভেরার জুস খুবই গুরুত্বপূর্ণ।
প্রেম সম্পর্কের জন্য সময় ঠিক নয়
ঘরে লক্ষ্মী চঞ্চল হলে আর্থিক সঙ্কট দেখা দেয় এবং হাজার পরিশ্রম করেও তার ফল পাওয়া যায় না।
সাফল্য পাওয়ার প্রতিযোগিতায় জিততে গিয়ে এটা ভুল গেলে হবে না যে স্বাস্থ্য মহা সম্পদ।
টাইগার নিজের এই ফিগার বজায় রাখতে কী কী খান?
চটজলদি ঝড়িয়ে ফেলুন আপনার ওজন।
আসলে এই প্রত্যেকটি নামই রাখা হয়েছিল প্রাচীন সভ্যতার বিভিন্ন দেবতার নামে।
পাহাড়ি এলাকায় এই ধরণের লঙ্কার ঝাল বেশি হয়।
উপকরণটিও একেবারে সস্তা ও আপনার হাতের নাগালেই।
শুধুমাত্র এই মুসুর জালই নয়, এছাড়াও রয়েছে আরও বেশ কিছু ডাল।
ত্বককে পুষ্টিকর ও স্বাস্থ্যকর রাখতে ঘরোয়া উপায়েই যত্ন নেওয়া দরকার।
এর অন্যতম কারণ নাকি প্রাতঃরাশ না খাওয়া।
মানসিক অবসাদ ডেকে আনে ক্ষুধামন্দ, অনিদ্রা ও মনোযোগের সমস্যা।
নিত্যদিনের খাদ্যাভ্যাসে ফাইবার যত কম থাকবে ততই সমস্যা বাড়বে।
কীভাবে বুঝবেন?
এই দিন মদ্যপান করলে আপনার জীবনে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে।
যখনই ফ্লাশ করবেন তখন কমোডের ঢাকা লাগিয়ে তারপর ফ্লাশ করুন।
অবশ্যই রাখুন প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি এবং ভিটামিনযুক্ত খাবার।
তাই ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে।
১ গ্যালন আইসক্রিম বানাতে ১২ গ্যালন গরুর দুধ লাগে।
বিটনুনের কার্যকারীতা কিন্তু অনেক।
যে যে খাবার গুলো মাইগ্রেনের ব্যথা হলে এড়িয়ে চলবেন জেনে নিন।
ওষুধ যতটা সম্ভব না খাওয়ার কথাও বলেন চিকিৎসকরা। বেশ কিছু ঘরোয়া উপায়ে কিন্তু কমিয়ে ফেলা যায় ঋতুকালীন ব্যথা।
শীঘ্র ভাঙের নেশা দূর করতে সাহায্য করবে এটি।
চলুন দেখে নেওয়া যাক তরমুজ স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও কী কী ক্ষতি করতে পারে।
তবে দেখে নিন কেমন যাবে আজকের দিন।
চুলকে কী ভাবে রাসায়নিকযুক্ত রঙ থেকে রক্ষা করবেন তার জন্য এখানে রইল কিছু উপায়।
সেক্ষেত্রে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক রঙ।
চলুন দেখে নেওয়া যাক কাঁঠালের উপকারীতা সম্পর্কে
ব্লেডের মাঝের ফাঁকা অংশটিকে কেন রাখা হয়েছিল জানেন?
তাই আবার নতুন রূপ নিয়ে সকলকে নাকানি চোবানি খাওয়াতে ফিরে আসছে কোভিড।
এছাড়া এই খাবারে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি ৬, ভিটামিন এ, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ইত্যাদি।
কেতুর এই রাশির পরিবর্তনের জন্য তিনটি রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবে।
তাই ফাল্গুনী পূর্ণিমার মাহাত্ম্য অনেক।
এই সময় সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ।
পাশাপাশি চিকিৎসকেরাও রান্নায় কাঁচালঙ্কা ব্যবহার করতে পারেন।
রঙ তো সবাই খেলবেন কিন্তু সেই রং কীভাবে উঠবে জামা থেকে তা নিয়েই নাজেহাল হয়ে পড়েন মানুষ।
কলকাতার বুকেই রয়েছে এমন কিছু জায়গা যেখানে গেলে জলের দরে মিলবে বিয়ার
রঙ তো মাখবেন, কিন্তু জানেন কি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার জন্য শুভ রঙ কোনটি?
ন্যাড়াপোড়া, বুড়ির বাড়ি শব্দগুলির সঙ্গেই বাঙালি মাত্রই পরিচিত।
রাধা একবার কৃষ্ণের গলায় বরমাল্য দিতে চেয়েছিলেন।
পেঁপে পাতার রস খাওয়ার পাশাপাশি পেঁপের বীজও খুবই উপকারী।
শরীর থেকে দুর্গন্ধ দূর করতে নজর দিতে হবে খাদ্যতালিকায়।
এবার হাতে ব্যথার পাশাপাশি বুকে চাপ, বমি পাওয়া, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দেয়।
খাওয়ার ৪০ মিনিট পর জল খাওয়া দরকার।
সুফল ভোগ করবেন কিছু রাশির জাতকেরা।
এ সপ্তাহে ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাজেট নষ্ট হতে পারে।
দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে সকলকেই কম্পিউটারে কাজ করতে হয়।
প্রাচীনকাল থেকেই স্বাস্থ্যরক্ষার জন্য বেল খুবই উপকারী।
জেনে নিন দোল খেলে আসার পর কী উপায়ে ত্বকের পরিচর্জা করবেন
সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
পাশাপাশি ব্যবসা, অর্থ, চাকরি ইত্যাদি স্থানে উন্নতি করতে পারবেন।
তাহলে আপনাদেরও কি চাই এই মাত্র ১০ টাকার চিকেন বিরিয়ানি? চলুন তাহলে জেনে নিই কোথায় গেলে পাবেন এরকম স্বর্গসুখ।
এমন মুখের জাতকরা একাধিক প্রেম সম্পর্কে জড়িয়ে থাকেন।
ফলে তাঁদের সতর্ক থাকতে হবে।
এই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করলেন এক জুতো তৈরির কারিগর।
পাশাপাশি যাতে শরীরে মেদ না জমে তার জন্যও চর্বি জাতীয় খাবারও খান না অনেকে।
তাই এবার প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন অবাঞ্চিত লোম তুলুন।
তারপরেও ফ্লিপকার্ট ই-কমার্স প্ল্যাটফর্মটি কীভাবে এমন ভুল করল তা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উঠছিল।
সরকারি প্রকল্পের নামে বাজারজাত হয়েছে চিপস
পরকিয়ার সম্পর্কে জড়ানো ষোলা আনাই যে ফাঁকি তা কিন্তু না।
বসন্ত উৎসব বন্ধ করল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
এর পিছনে থাকতে পারে আর্থ্রাইটিস থেকে শুরু করে চোট।
বেশ কিছু দিন ধরে এই ব্যথা হলে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাবেন না।
আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ।
এই শাকের গুণ জানলে হয় তো আপনিও চমকে উঠবেন।
যার প্রভাবে কিছু রাশির শনির সাড়ে সাতি দশা শুরু হতে চলেছে
টমেটো ট্যান তুলতে খুবই উপকারী।
দেখে নেওয়া যাক প্রেম করলে স্বাস্থ্যের কী উপকার হয়
সব কিছুর মধ্যে অন্যতম একটি ড্রাই ফ্রুট বা শুকনো ফল হল কিশমিশ
এতে চায়ের স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
কিছু রাশি রয়েছে, যে রাশির মহিলারা নেতৃত্ব দিতে ওস্তাদ
বুধের প্রভাবে সেইসময় পর্যন্ত যেমন কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন, তেমনই কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।
সব ধরনের ক্যানসারের মধ্যে সবথেকে অন্যতম খারাপ হল অগ্ন্যাশয় বা প্যাংক্রিয়াসের ক্যানসার।
চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
ধূমপান ছাড়ার এই বেশ কিছু নিয়ম মেনে চলুন।
পাশাপাশি ফ্রিজ ব্যেবহারের বেশ কিছু পদ্ধতিও জেনে রাখা দরকার।
যার ফলে পরিবারে আনন্দ থাকবে।
অন্তত ৪ বার প্রেমে পড়ার প্রবণতা জীবনে এঁদের থাকে বলে দাবি জ্যোতির্বিদদের।
তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে।
যদিও এই আঁচিল থাকলে সেটি কখনও চুলকানির মতো সমস্যা দেখা যায় না।
অনেক সময়ে বিরক্তি ভাব, একঘেয়েমি, মানসিক কোন চাপ থেকে নিজের অজান্তেই অনেকে দাঁত দিয়ে নখ কাটতে শুরু করে দেন।
তাঁদের জন্য আখের রস খুবই প্রয়োজনীয় একটি পানীয়।
ফলে এই সময় তাঁদের সাবধানে থাকতে হবে।
তবে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত ডায়াবেটিস রোগীদের।
এগুলির মধ্যে পিগমেন্টেশন সমস্যাটির মুখোমুখি প্রায় সব ভারতীয় মহিলারাই পড়ে থাকেন।
পাশাপাশি কোনও অসুস্থ রোগীকেও প্রতিদিন ডিম সিদ্ধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
এই সমীক্ষা বলছে, স্নান করতে করতে প্রায় ৭২ শতাংশ মানুষের মাথায় এসেছে নতুন ভাবনা চিন্তা।
বৃহস্পতির রাশি হল মীন।
প্রেসার যদি লো হয়ে যায় তার কারণে মাথা ঘোরানো, ভারী ভাব এগুলি দেখতে পাওয়া যায়।
শুকনো ম্যাসাজ, এইসময় বেশ ভাল প্রমাণিত হতে পারে।
কিছু রাশির জাতক-জাতিকারা এই শুভ ফল পাবেন
জলে অল্প খানিকটা কালোজিরে ফুটিয়ে নিন।
কারণ সব ধরনের ক্লিনজার একেবারেই চলে না, এই ধরনের স্কিনের সমস্যায়।
মহাশিবরাত্রিতে সারাদিন পুজো করা গেলেও নিশীত কাল ও চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে।
একে শিবরাত্রির ১৫ দিন পর দোল পালনের অন্যতম কারণ হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে।
শুধু তাই নয়, মহাশিবরাত্রির দিন কিছু নিয়ম মেনে ভক্তিভরে দেবাদিদেবের পুজো করলে বাড়ির থাকা একাধিক বাস্তু দোষও দূর করা সম্ভব।
তাই এমন পরিস্থিতিতে জানা দরকার, কম বয়স থেকেই কী ভাবে মনের যত্ন নেওয়া যাবে।
এই পূজার কিছু নিয়ম রয়েছে, যা মেনে চললে আরাধনা আরও ফলপ্রদ হয়।
কয়েকটি লক্ষণ রয়েছে, যা দেখল সহজেই বোঝা যায় খুব শীঘ্রই অর্থের আগমন হতে চলেছে।
অনেকে আবার বিভিন্ন দেব-দেবীর মূর্তি বাড়িতে রাখতে ভালবাসেন।
তাছাড়া লোয়ার সেক্স ড্রাইভ থাকার প্রবণতা স্বাভাবিক৷
সেগুলি কী কী চলুন জেনে নিই।
দেখুন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়-
এই রোগে আক্রান্ত হলে শরীরে দেখা দেয় বহু সমস্যা।
শরীর ভাল রাখতেই খালি ফ্লুইড জাতীয় খাবার খান অনেকেই।
এমন কিছু ফল বা সবজি রয়েছে যা কিনতে গেলে কোটিপতিরাও কয়েকবার ভেবে দেখেন।
তাহলে এই সমস্যা থেকে সুরাহা কীভাবে মিলবে? ঘরোয়া কিছু টোটকাতে ভরসা রাখলেই মিলবে সুরাহা।
চলুন দেখে নেওয়া যাক এই পানীয় তৈরি করতে কী কী উপাদান ব্যবহার করতে হবে।
এই দুইয়ের মিশ্রণে তৈরি করে নিন নিজের ডিওড্র্যান্ট।
তাহলে সেই অংশও সংক্রমিত হতে পারে।
অধিকাংশ মহিলার প্রেগন্যান্সির প্রথম দিকে গা বমি বমি ভাব দেখা দেয়৷
অত্যধিক জল খাওয়ার বিষয়কেই, হজমের গোলমালের অন্যতম কারণ হিসেবে ধরা হয়েছে।
মানুষের শরীরের অন্যতম অঙ্গ হল হার্ট।
তাই গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে এই সমস্ত খাবার এড়িয়ে চলারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
আর এটি আপনার বাগে থাকলে বিপদের ঝুঁকি অনেক কম থাকে।
এদিন এই পাঁচ রাশির জাতকরা শিবের বিশেষ আশীর্বাদ লাভ করবেন এবং তাঁদের সমস্ত মনস্কামনা পূর্ণ হতে পারে।
কিছু কিছু বিষয় মাথায় রেখে তবেই করা উচিত সেক্স চ্যাট।
চুইংগাম সবসময় প্লাস্টিক ইবিং পলিথিন টক্সিন ফ্রি এগুলোই খাওয়া উচিত।
কেমন যাবে গোটা সপ্তাহ? দেখে নিন এক ঝলকে-
এই জিনিসগুলি বাড়িতে রাখলে মা লক্ষ্মীর আশির্বাদ ধন্য হবেন আপনি
সম্পর্ক ভাঙার পিছনেও অনেক কারণ থাকে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে ওষুধ ছাড়াও ভরসা রাখতে পারেন এই বিষয়গুলির ওপর।
এতে শিশুদের স্মৃতিশক্তি ভাল হয় বলেই মত বিশেষজ্ঞদের।
মানুষের বিভিন্ন ধরনের কাজ বা এক্সারসাইজ করার কারণেও ঘাম হতে পারে।
কারণ সামান্য থেকে অনেক বড় আকার ধারণ করতে পারে এই রোগ।
কিন্তু আপনি হয়তো এমন কোনও ভয়ঙ্কর ঘটনা স্বপ্নে দেখলেন, যা আপনি নিজের অবচেতন মনে কোনওদিন ভাবার কথাও ভাবেননি।
ফ্যাটি লিভার রোগটি থাকলে ডায়াবিটিস, কোলেস্টেরল এবং ঘুমের সমস্যা ইত্যাদি রোগ দেখা দেওয়ার আশঙ্কা থাকে খুবই বেশি।
এর ফলে কয়েকটি রাশির ওপর শুভ প্রভাব পড়বে।
এর থেকেই হয় জন্ডিস।
এই মুহূর্তে ইউওরোপের বেশ কিছু দেশে সংক্রমণ ছড়িয়েছে কোভিডের এই নতুন রূপ।
দেখে নিন কী কী ক্ষতি হতে পারে-
আগেই জেনে নেওয়া দরকার কী কী কারণের জন্য ঘরের দেওয়ালে ড্যাম্প হয়।
তবে বার বার প্রস্রাব ছাড়াও শরীরে ইউরিক অ্যাসিডে মাত্রা বেড়ে গেলে বেশি প্রস্রাব থেকে বেরতে পারে রক্তও।
তার ফলে ঘুমানোর সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
ডাবের জল একাধিক স্বাস্থ্য সমস্যার সমাধান করে।
কিন্তু অনেকেই জানেন না নিজের শরীরে কত বড় বিপদ ডেকে আনছে।
এই কাজে পিতৃ দোষ দূর হতে পারে, শুধু তাই নয় পিতৃপুরুষের আত্মা শান্তি পায়।
কোনও কোনও জায়গায় চিত্রটা আবার অন্যরকম।
স্ট্রেস হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হওয়া বন্ধ হয়।
শুনে নিজের মনটা হয়তো একটু হলেও খারাপ হতে পারে।
যার ফলে মেজাজের ভারসাম্য বজায় রাখতে এবং অন্যান্য সহায়ক নিউরোহরমোন নিঃসৃত করে।
অলসতার জীবনে বন্ধ হচ্ছে শরীরচর্চা।
সেই বিষয়টি আগে জানতে হবে।
আজ এই চুম্বন দিবসে মনের মানুষের সঙ্গে মেতে উঠুন এই উপায়ে।
একটু খরচ সাপেক্ষ হতে পারে তবে যদি এক লহমায় রেহাই পাওয়া যায় তাহলে কিন্তু একেবারেই ক্ষতি নেই।
কিন্তু সেই তালিকা এখনও শেষ নয়, এই তালিকায় যুক্ত হবে করোনার আরও নতুন এক ভ্যারিয়েন্ট, এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
কারণ নিয়মিত ঘুমের ঘাটতি ডেকে আনতে পারে নানা ধরণের শারীরিক সমস্যা।
সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে বা গড়ে তুলতে নিজের মনের কথা শোনা খুব জরুরি।
এই স্নায়ুর সমস্যা থেকে মুক্তি পেতে মাথায় রাখুন এই বিষয়গুলি।
তাই কন্ডিশনার ব্যবহার করা খুব প্রয়োজন।
বিশেষ করে বডি লোশন জাতীয় ক্রিম ব্যবহার করলে ভাল উপকার পাবেন।
আর তার সঙ্গে বেশ কিছু খাবার রাখুন পাতে।
তাহলে এক ঝলকে দেখে নিন মঙ্গলের এই গোচরে কারা শুভ ফল পাবেন-
1
ভালবাসা থাকবে চিরমধুর।
তাই বেশ কিছু ক্ষেত্রে যেমন ধরুন আপনি কোনও দোষ করেননি, কিন্তু আপনাকে দোষী করা হচ্ছে, সেই বিষয় নিয়ে চুপ করে না থেকে প্রতিবাদ করাটাই দরকার।
এতেই মাস্কে জীবাণু ভর্তি হয়ে যাচ্ছে, আর যার জেরেই তাঁরাও কোভিড আক্রান্ত হচ্ছেন।
শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটা বেড়ে গেলে পায়ে সমস্যা হতে পারে।
মেয়েদের ক্ষেত্রে একবারে ওয়াইন গ্লাসে পাঁচ আউন্সের বেশি পানীয় ঢালা উচিৎ নয়।
এই সময়ে মিষ্টি জাতীয় খাবার খাওয়া কম করুন।
সুস্বাস্থ্য বজায় রাখতে কালো চা বা গ্রিন টির সঙ্গে মশলা মিশিয়ে চা পান করুন
যে রাশির জন্য যে রঙ উপযুক্ত সেই রঙের গোলাপ দিলে বাড়বে ভালবাসা
তাই সঙ্গমের আগে কী কী খাওয়া উচিত জেনে নিন।
চুক্তি করার সময় সতর্ক থাকুন।
যদিও এর বেশ কিছু লক্ষণ রয়েছে।
বিবাহিত পুরুষ ও নারীরা সঙ্গমে লিপ্ত হন বছরে ৫১ বার।
চলুন জেনে নিই -
নাহলে ঘাম বসে, ময়লা জমে তৈরি হতে পারে সংক্রমণ, বেরোতে পারে দুর্গন্ধও।
এই বিষয়গুলির কারণে এই সমস্যা দেখা দিতে পারে।
তাই সতর্ক থাকতেই হবে।
খারাপ গুণের পাশাপাশি ভাল গুণও যে বিরাজমান তা তুলে আনল এই গবেষণা
এই যেমন ব্যায়ামের আগে কি খাবেন আর কি খাবেন না।
নিয়মিত ভাজাভুজি খেলে যকৃৎ অর্থাৎ লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে