টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের
জায়গাটা পোক্ত করে নিয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। তবে ফের আবার বলিউডে দেখা যাবে
তাঁকে এমনটাই জানা গিয়েছে। দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েলে ভিলেন হিসেবে দেখা যেতে পারে টলিউড তারকা
যিশু সেনগুপ্তকে। এমনই খবর শোনা যাচ্ছে। যদিও প্রথমে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল
দাক্ষিণাত্যের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির। বিজয় সে প্রস্তাব ফিরিয়ে দেন। তারপরই
নাকি যিশুর কাছে অফার যায়।
আরও পড়ুন:হিন্দুগৃহে স্বস্তিকা গুরুত্ব জানেন
মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। এখনও দর্শকদের
মুখে মুখে ফেরে ছবির গান ও সংলাপ। সেই সিনেমার সিক্যুয়েল হচ্ছে এ খবর আগেই প্রকাশ্যে
এসেছিল। তা নিয়েও বেশ উচ্ছ্বসিত। তবে এবারে শোনা যাচ্ছে, সুপারহিট ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারেন যিশু। ‘পুষ্পা: দ্য রুল’ নামে ছবির যে সিক্যুয়েল তৈরি হচ্ছে তাতে একটি গুরুত্বপূর্ণ
চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল বিজয় সেতুপতিকে। কিন্তু সেই সময় বিজয়ের অন্য ছবির শুটিং রয়েছে। তাই তিনি
ছবিতে অভিনয় করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন। এরপরই নাকি যিশুর কাছে অভিনয়ের প্রস্তাব
গিয়েছে। যদিও এ বিষয়ে পরিচালক সুকুমার বা যিশুর পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো
হয়নি ।
OZJYIwmo
Aug 26, 2023 04:03 [IST]XIMcHZ
Jul 24, 2023 01:29 [IST]acPnvMcL
Jul 12, 2023 15:51 [IST]Alcorse
Jun 17, 2023 08:38 [IST]endulky
Jun 09, 2023 08:58 [IST]endulky
Jun 02, 2023 21:46 [IST]Preelia
May 11, 2023 03:43 [IST]thapsit
Apr 28, 2023 12:08 [IST]glIlmer
Mar 18, 2023 08:49 [IST]