ইলেকট্রনিক
ভোটিং মেশিন (ইভিএম)-এ কারচুপি রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন সপা নেতা অখিলেশ যাদব।
তার অভিযোগের জবাব দিলেন প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তিনি বলেছেন যে
ভারতের নির্বাচন কমিশন চিরকাল স্বচ্ছতা বজায় রেখে এসেছে। তাই ইভিএম কারচুপির
প্রশ্নই আসে না।
সমাজবাদী
পার্টির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল উত্তরপ্রদেশে ইভিএম মেশিনে কারচুপি হয়েছে।
একই অভিযোগ এনেছিল কংগ্রেসও। তারা চাবার এক কদম এগিয়ে বলেছিল ৫ রাজ্যের বিধানসভা
ভোটেই ইভিএম কারচুপি হয়েছে। এর জন্য নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে। ভোটের পরেই
নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানান, যে ইমিএম মেশিনে কোনও কারচুপি করা হয়নি।
আরও পড়ুন: Punjab Assembly Election 2022: পঞ্জাবে হাত কই! চারদিকে শুধু ঝাঁটার সমাহার
আরও পড়ুন: Punjab Assembly Election 2022: পঞ্জাবে ঝাড়ু ঝড়ে মুখথুবরে পড়ল কংগ্রেস, দুই আসনেই পিছিয়ে মুখ্যমন্ত্রী চরণজিত্
তিনি জানিয়েছে্
২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইভিএমগুলি ব্যবহার করা হয়েছে। তাতে কোথাও কোনওরকম
সমস্যা দেখা যায়নি। রাজনৈতিক দলের এজেন্টরা স্বাক্ষর করার পর ইভিএমগুলিকে সিল করে
দেওয়া হয়েছিল। সেগুলিকে চরম নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছিল, চারদিকে ছিল সিসিটিভি। সেই বেষ্টনী ভেদ করে কারচুপির মতো ঘটনা সম্ভব নয়।
সমাজবাদী
পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করেছিলেন প্রার্থীদের না জানিয়ে ইভিএম মেশিন
সরানো হয়েছে। অথচ নিয়ম একান্তই সরাতে হলে প্রার্থীদের জানানো। এটি কার্যত চুরি।
দরকার পড়লে এ নিয়ে আদালতে যাওয়ার হুমকিও দেন সপা নেতা।