দু’দিনের ছুটি কাটানোর জন্য
মোক্ষম স্থান দিঘা। একেবারেই কয়েক ঘন্টার যাত্রাপথ। ইচ্ছা হলেই পরিবারের সকল
সদস্যদের নিয়ে ঘুরে আসতেই পারেন এই স্থান থেকে। সমুদ্রে স্নান করার পাশাপাশি দেদার
খাওয়া-দাওয়া ও সন্ধ্যা হলেই সমুদ্রের ধারে বসে জমিয়ে আড্ডা দিতেই পারেন। তবে দিঘা
গেলে পর্যটকদের জন্য থাকছে নয়া চমক। সমুদ্রের পাশাপাশি ভ্রমণার্থীদের জন্য দিঘায়
আসতে চলেছে ডবল ধামাকা। তৈরি হচ্ছে মিনি চিড়িয়াখানা।
আরও পড়ুন: সময় পেলেই একটু ঢুঁ মারতেই পারেন পাহাড়ি অঞ্চলের এই গ্রাম থেকে
আরও পড়ুন: এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে ঘুরে আসুন এই মনোরম এক পরিবেশে
খুদেদের জন্য এটা আরও বেশি করে
আনন্দের কথা। ছোটরা সমুদ্রে নামলে জল থেকে একেবারে উঠতেই চায় না। তার পাশাপাশি
আবার যদি চিড়িয়াখানা দেখার মজা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। ইতিমধ্যেই এই
চিড়িয়াখানা সংক্রান্ত প্রাথমিক প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। খসড়া প্ল্যান পাঠানো
হয়েছে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললে তৈরি
হবে এটি। তবে এখানেই শেষ নয়, দিঘা শংকরপুর উন্নয়ণ পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস
কুমার মণ্ডল বলেন, “মিনি চিড়িয়াখানার জন্য বন দফতরের তরফে আমাদের কাছে জমি
চাওয়া হয়েছিল। সেই মতো যা পদক্ষেপ গ্রহণ করার করা হয়েছে। এর থেকে বেশি এখনই কিছু
বলা সম্ভব নয়।” জানা গিয়েছে, মিনি এই চিড়িয়াখানার জন্য প্রায় ২৩ থেকে ২৪ একর জায়গা
বরাদ্দ করা হয়েছে।