কম সময়ে বহুদূরে দ্রুত পৌঁছানোর জন্য সকলেই বিমানের যাত্রাকেই বেছে নেন।
কিন্তু সকলের কাছে এটি একেবারেই সম্ভব নয়। কারণ মধ্যবিত্ত মানুষের কাছে এত টাকা ব্যয়
করা কোনও ভাবেই সম্ভব নয়। কিন্তু এই সমস্ত কিছুর পাশাপাশি আপনি কোথাও শুনেছেন যে
বিমান অবতরণের সময়ে হঠাৎ ট্রেন চলে এলে থামিয়ে দেওয়া হয়। কারণ বিমান একেবারেই ছোটস্থানে
অবতরণ করা সম্ভব নয়। সে দিক দিয়ে দেখলে নিউজিল্যান্ডে এমন এক বিমানবন্দর রয়েছে যা অত্যন্ত
ঝু্ঁকিপূর্ণ এবং বিপজ্জনক।
আরও পড়ুন: Train Route: বিশ্বে এই ট্রেনরুটগুলির সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকেও
আরও পড়ুন: সন্ধ্যা হলেই এখানে পাখিরা প্রস্তুতি নেয় মৃত্যুর
এটি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে গিসবোর্ন শহর থেকে ৪.২ কিলোমিটার
দূরে এলগিন শহরতলিতে অবস্থিত। এই বিমানবন্দরের রানওয়ের সঙ্গে একটি রেলপথ সংযুক্ত রয়েছে।
রানওয়ের মাঝ বরাবর চলে গিয়েছে সেই রেলপথ। এটিই একমাত্র এয়ারপোর্ট যেখানে ট্রেনের সময়সূচি
অনুযায়ী, বিমান অবতরণ করা হয়। গিসবোর্ন বিমানবন্দরের আয়তন প্রায় ১৬০ হেক্টর। এটি নিউজিল্যান্ডের
একটি আঞ্চলিক বিমানবন্দর। প্রায় ৬০টি আঞ্চলিক বিমান ওঠানামা করে এবং প্রায় ১৫ লক্ষ
যাত্রী যাতায়াত করেন এই বিমানবন্দরে৷
বিশ্বের বিপজ্জনক বিমানবন্দর এর তালিকায় অন্যতম এই গিসবোর্ন বিমানবন্দর।
রানওয়ের মাঝখান দিয়ে চলে যাওয়া রেলপথে ট্রেন চলাচল করে হামেশাই৷