প্রত্যেক নবদম্পতির কাছেই তাঁদের
হানিমুন বা মধুচন্দ্রিমার বিষয়টি খুব উত্তেজনামূলক। প্রত্যেক কাপেলই চান তাঁদের
হানিমুনটি অনেক বেশি স্মরণীয় হয়ে থাকে তাঁদের স্মৃতিপটে। অনেকে অনেক রোম্যান্টিক
প্ল্যানও করেন। তবে অনেকেই আবার বুঝে উঠতে পারেন না ঠিক কোন স্থান হানিমুনের জন্য
মোস্ট রোম্যান্টিক হবে। তবে আপনাদের জন্য রইল সেরা ৫টি রোম্যান্টিক হানিমুন ডেস্টিনেশন।
আরও পড়ুন: উইকএন্ড কাটানোর জন্য মোক্ষম এই স্থানটি
আরও পড়ুন: ভয়ঙ্কর সুন্দর!, ভারতের 'মিনি আমাজন'
১। মরিশাস: রোম্যান্টিক
হানিমুন ডেস্টিনেশনর তালিকায় প্রথমেই যে নামটি আসে তা হল মরিশাস। মাসকারেন
দ্বীপপুঞ্জে অবস্থিত মরিশাসকে অনেক সময় পৃথিবীর স্বর্গের সঙ্গে তুলনা করা হয়।
এখানের সুন্দর সৈকত ও নির্মল নীল অন্তহীন জলরাশি অপরুপ সুন্দর। মরিশাসের সাদা বালিকাময়
সৈকতে দাঁড়িয়ে সীমাহীন নীল সমুদ্রের অপার রুপ প্রত্যক্ষ করতে পারবেন। বিলাসবহুল
হোটেল,
সাদা বালুকাময় সৈকত, মনোরম আবহাওয়া নব্য
বিবাহিত যুগলের জন্য একান্তে সময় কাটানোর আদর্শ জায়গা। এই স্থানটি সাংস্কৃতিকভাবে
বৈচিত্র্যময়। মরিশাস গ্রীষ্মমন্ডলীয় মধুচন্দ্রিমার জন্য একটি দুর্দান্ত জায়গা।
এখানে সমুদ্রে সৈকতে দাঁড়িয়ে আপনার সঙ্গীর সঙ্গে সূর্যাস্তের অপার শোভা আপনাদের
স্মৃতিপটে অক্ষুন্ন থাকবে।

২। ফুকেট ও
ক্রাবি: দ্বিতীয় স্থানে রয়েছে ফুকেট ও ক্রাবি। অল্পবয়স্ক কাপেলদের
জন্য হানিমুন করার আদর্শ জায়গা হল থাইল্যান্ডের ফুকেট ও ক্রাবি। এখানের অপরুপ
প্রাকৃতিক শোভার পাশাপাশি রয়েছে অনেক মজা করার সুযোগ। ক্রাবির ম্যানগ্রোভের অরন্যে
ঘুরে আসা বা জলের তলার জীবনকে কাছ থেকে দেখা অথবা রয়েছে কাপেল স্নর্কলিং ও স্কুভা
ডাইভিংয়ের সুযোগ। কাজেই বোঝাই যাচ্ছে থাইল্যান্ডের এই স্থান রোম্যান্টিক হওয়ার
সঙ্গে সঙ্গে রোমাঞ্চকরও।

৩। বালি:
রোম্যান্টিক হানিমুনের জন্য একটি অন্যতম জায়গা হল বালি। আপনি যদি সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও রোমাঞ্চকর হানিমুন ডেস্টিনেশন চান তাহলে বালি আপনার জন্য
উপযুক্ত। ইন্দোনেশিয়ায় অবস্থিত বালি এক সীমাহীন সৌন্দর্যের ভান্ডার। এখানের
প্রাকৃতিক শোভা সত্যিই মনোমুগ্ধকর। এখানে একাধিক দর্শনীয় স্থান রয়েছে। মাউন্ট
বাটুরের পাহাড়ের পথে ট্রেক করে গিয়ে দেখতে পাবেন সূর্যোদয়ের সুন্দর দৃশ্য। এখানে
চাইলে পাহাড়ের চূড়ার হোটেলে ব্রেকফাস্ট করতে পারেন। এই মধুর অভিজ্ঞতা চিরস্মরনীয়
হয়ে থাকবে আপনার স্মৃতিপটে।

৪। লুসেরনি:
সুইটজারল্যান্ড ছাড়া যেন রোম্যান্টিক হানিমুনের তালিকাটা অসম্পূর্ণ থেকে
যায়।লুসেরনি সুইটজারলুয়ান্ডেরই একটি শহর। এখানের শীতল আবহাওয়া রোম্যান্টিক
হানিমুনের জন্য আদর্শ।মধ্য যুগের স্থাপত্য ও ভাস্কর্যের জন্য এই শহর বেশ পরিচিত।
এখানের অপার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আপ্লুত হবে আপনাদের মন। সুউচ্চ তুষারাবৃত
পাহাড় ঘেরা শহরে চ্যাপেল ব্রিজে একটি রোম্যান্টিক ওয়াক করুন। নিজের মনের মানুষের
সঙ্গে বিয়ের পর প্রথম বেড়াতে আসার স্মৃতি চিরমধুর হয়ে থাকবে আপনার মনিকোঠায়।

৫। মলদ্বীপ:
বিলাসবহুল, রোম্যান্টিক মধুচন্দ্রিমা কাটানোর জন্য আদর্শ জায়গা হল
মলদ্বীপ। শহরের কোলাহল ছাড়িয়ে শান্ত নীল জলরাশির মাঝে ওয়াটার ভিলায় নিজের পছনদের
মানুষদের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য মলদ্বীপ শ্রেষ্ঠ। এখানের মনোরম আবহাওয়া ও
নিরিবিলি পরিবেশ নব্য বিবাহিতদের জন্য একেবারে উপযুক্ত।