হিমালয়
পর্বত একটি নয়, অনেক রহস্যময় গল্পের আবাসস্থল একথা
বললে ভুল হবে না। হিমালয় পর্বতমালা তিব্বত মালভূমি থেকে শুরু করে ভারতীয়
উপমহাদেশে অপার সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। এই হিমালয় পর্বতমালায় ভারত তথা বিশ্বের
অনেক উঁচু শৃঙ্গ রয়েছে। আজ শুধু হিমালয়ের সৌন্দর্যের বিষয় নয়, জানব এর রহস্যময়তা নিয়েও। পর্যটক থেকে শুরু করে বিজ্ঞানীরাও
এখানে উপস্থিত কিছু রহস্যময় স্থান দেখে অবাক। এই নিবন্ধে, আমরা আপনাকে এমনই কিছু রহস্যময় স্থান সম্পর্কে বলতে চলেছি।
রূপকুণ্ড
লেক
এই তালিকার
এক নম্বরে রয়েছে রূপকুণ্ড লেক যা স্কেলিটন লেক নামেও জনপ্রিয়। উত্তরাখণ্ডের
চামোলি জেলায় অবস্থিত রূপকুণ্ড হ্রদ হিমালয়ের অন্যতম রহস্যময় স্থান। অতীতে এই
হ্রদে প্রায় ২০০টি নরকঙ্কাল পাওয়া গিয়েছিল। গবেষণা অনুসারে, এই কঙ্কালগুলি প্রায় হাজার বছর আগের চেয়েও বেশি প্রাচীন
বলে মনে করা হয়। আজও যখন হ্রদের জল গলে যেতে শুরু করে তখন চারিদিকে শুধু কঙ্কাল
দেখা যায়।
গাংখার
পুনসুম
শুধু ভারতেই
নয় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার একটি গাংখার পুনসুম। এই পর্বত একটি নয়, অনেক রহস্যময় গল্প নিজের গর্ভে ধারণ করেছে। গাংখার
পুনসুমের সবচেয়ে রহস্যময় গল্পগুলির মধ্যে একটি হল এই পর্বতটি কখনও পরিমাপ করা
যায়নি। আজ পর্যন্ত যখনই পরিমাপ করা হয়েছে বারবারই পরিসংখ্যান ভিন্ন হয়েছে।
এছাড়াও এই পর্বতটি ভুটান পর্যন্ত বিস্তৃত এবং ভুটানের মানুষ বিশ্বাস করে যে এখানে
তুষার পুরুষের বাস।
আরও পড়ুন: ঘরোয়া উপায়েই কমবে নাক ডাকা, মেনে চলুন পরামর্শ
আরও পড়ুন: জানেন সিকিমে বাবা মন্দিরে কীসের টানে মানুষ ভিড় জমান
গুরুডংমার
লেক
হিমালয়ে
রয়েছে বিশ্বের এমনই একটি হ্রদ, যার কিছু অংশ বাদে
সম্পূর্ণ হ্রদ বরফে জমে থাকে। এমনটা খুব কমই দেখা যায় যে হ্রদের কোনও অংশে জল এবং
কোনও অংশে বরফ রয়েছে। এর নেপথ্যে একটি গল্প শোনা যায়। বহুশ্রুত, কোনও এক গুরু তিব্বতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় তাঁর
সঙ্গে হাকা মানুশদের খুব জল পিপাসা পায়। কিন্তু আশেপাশে কোথাও জল ছিল না, তাই তিনি হ্রদের একটি অংশে হাত রাখলেন যার পরে সেই অংশটি
জলে পরিণত হল। বাকি অংশটি তুষার হয়ে গেল।
ফুগতাল মঠ
লাদাখের
দুর্গম পাহাড়ে নির্মিত ফুগতাল মঠ তার গঠনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। হিমালয়ের
পাহাড়ে নির্মিত ফুগতাল মঠ কোন অলৌকিকতার চেয়ে কম নয়। বিহারটির ইতিহাস ২৫০০
বছরের প্রাচীন এবং সেই সময় সেখানে প্রায় দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু বাস করতেন।
খাড়া পাথরের উপর মঠটির নির্মাণ রহস্যময় অলৌকিক ঘটনার থেকে কম কিছু নয়। মঠের
দেয়ালে প্রাচীন পৌরাণিক অনুসারীদের ছবিও দেখা যায়।