ঘুরতে যেতে তো সকলেই চান। কেউ সমুদ্র ভালবাসেন তো কেউ
পাহাড়ে যেতে বেশি পছন্দ করেন, আবার অনেকেই আছেন যাঁরা নদীকেই বেশি
পছন্দ করেন। আর বর্ষার সময়ে পাহাড় বা নদী হোক বা সমুদ্র সব কিছুই বেশ এক দেখতে
লাগে। তাই অনেকেই আছেন যাঁরা বর্ষার সময়ে এই সমস্ত স্থানে যেতে একটু বেশিই
ভালবাসেন। তবে আপনার যদি নদী বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে এই
কয়েকটি নদী বাদ দিয়েই ঘুরতে যান। কারণ এখানে একেবারে মৃত্যুর জন্য ফাঁদ পাতা রয়েছে।
চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
হোয়ারফে, ইংল্যান্ড :
ইংল্যান্ডে রয়েছে এই নদীটি। তবে নদীটি দেখতে যতটা সুন্দর, ততটাই বিপজ্জনক। শোনা যায়, ইয়র্কশায়ারের কাছে এই
নদীতে কেউ পড়ে গেলে নাকি আর ফিরে আসেন না। কেন, তা আজও সকলের
কাছেই এক রহস্য।
আরও পড়ুন: একেবারে স্বল্প বাজেটে হানিমুনের জন্য মোক্ষম ডেস্টিনেশন এই স্থানগুলি
আরও পড়ুন: বর্ষায় পাহাড়ি রাস্তায় হাঁটতে চান, তাহলে অবশ্যই এই পথগুলিকে বেছে নিন
কঙ্গো, আফ্রিকা :
কঙ্গো পৃথিবীর গভীরতম নদী। এর গভীরতার জন্য নদীটির তলদেশে
আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই নদীর তলায় ঠিক কী রয়েছে, তা নিয়ে রহস্যের অন্ত নেই।
মিসিসিপি, উত্তর আমেরিকা:
মিসিসিপি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। আপাত-শান্ত এই
নদীটিও প্রতি বছর বেশ কিছু মানুষের প্রাণ কেড়ে নেয়। কারণ এই নদীতে ‘বুল
শার্ক’ ও ‘পাইক’ নামক
এক প্রজাতির মাছ রয়েছে। আর এই মাছগুলির আক্রমণেই মারা যান বহু মানুষ।