পিছু হটলেন নোভাক জোকোভিচ। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রীয়
ওপেন। কিন্তু তার আগেই টেনিসের এই বড় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলেন সার্বিয়ান
টেনিস তারকা।
করোনার অতিমারীর রক্তচক্ষু দেখেছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের
তাণ্ডব সামলাতে গিয়ে বেগ পেতে হচ্ছে বিশ্বের একাধিক দেশগুলিকে। কিন্তু তা সত্ত্বেও
নিজের সিদ্ধান্ত অনড় জোকার। করোনার টিকা নিতে চান না এই সার্বিয়ান তারকা। টিকা না নেওয়ার
কারণে অস্ট্রেলিয় ওপেন খেলতে পারেননি জোকার। তা সত্ত্বেও শিক্ষা হয়নি তাঁর। যদিও এই
টেনিস তারকা করোনা টিকা কেন নিতে চাইছেন না সেই নিয়েই কিছুই খোলসা করেননি নোভাক।
আরও পড়ুন: US Open: ইউএস ওপেন থেকে বাদ পড়লেন সানিয়া, নিজের অবসর নিয়েও মুখ খুললেন ভারতীয় এই টেনিসবিদ
আরও পড়ুন: Sania Mirza: দেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ঘোর বিপাকে সানিয়া
তিনবার যুক্তরাষ্ট্রীয় ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। আগামী সোমবার থেকে
এই প্রতিযোগিতা শুরু হবে। টুর্নামেন্ট আয়োজক দেশ একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ইউএস
ওপেন খেলতে হলে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক। তা জানার পরই নিজের নাম তুলে নিলেন জোকোভিচ।
গত বৃহস্পতিবার তিনি টুইট করে লিখেছেন, “দুঃখের বিষয়, ইউএস ওপেনের জন্য আমি এবার নিউইয়র্ক
ভ্রমণ করতে পারবো না। আপনার ভালবাসা এবং সমর্থনের বার্তার জন্য আপনাকে ধন্যবাদ। আমার
সহকর্মী খেলোয়াড়দের জন্য শুভকামনা! আমি ইতিবাচক মনোভাব বজায় রাখবো এবং অপেক্ষা করবো
আবার প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার। শীঘ্রই টেনিস বিশ্বে দেখা হবে!” অন্যদিকে ইউএস ওপেনের
পরিচালক স্টেসি অ্যালাস্টার বলেছেন, “নোভাক একজন দুর্দান্ত খেলোয়াড়। তবে এটি অত্যন্ত
দুর্ভাগ্যজনক যে তিনি ২০২২ ইউএস ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ তিনি
অ-মার্কিন নাগরিকদের জন্য ফেডারেল সরকারের টিকা নীতির কারণে দেশে প্রবেশ করতে পারবেন
না। আমরা ২০২৩ ইউএস ওপেনে নোভাককে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছি।”
Soigiougs
Feb 26, 2023 21:50 [IST]