আইএসএল-এ এটিকে মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গেল মোহনবাগান ক্লাবে কর্তাদের মধ্যে। অধিকাংশ কর্তাই দলের এই পারফরম্যান্সে হতাশ। দলের এই ছন্দ পতনের কারণ কী, তা জানার জন্য সম্ভবত মোহনবাগান ক্লাব এটিকে কর্তৃপক্ষকে চিঠি দিতে চলেছে।
পাশাপাশি নামের আগে এটিকে কবে সরবে তার বিষয়েও কোনও সদুত্তর দিতে পারেননি ক্লাব কর্তারা। তাঁরা জানিয়েছেন প্রক্রিয়া চলছে। ২১ ফেব্রুয়ারি হতে চলেছে মোহনবাগানের স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন। চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই স্পোর্টস লাইব্রেরির গড়ে তোলার কাজ। স্পোর্টস লাইব্রেরির জন্য বহু মানুষ এবং বিভিন্ন প্রকাশনা সংস্থা এই বই দান করা শুরু করে দিয়েছে। এমনটাই জানিয়েছেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত।
আজ থেকে দুই মাসের মাথায় চুনী গোস্বামীর নামাঙ্কিত ফটকের উদ্বোধন হবে। উদ্বোধনের তারিখ স্থির করা হয়েছে ২৪ মার্চ। শেষের মুখে পিকে ব্যানার্জির নামাঙ্কিত জিমের কাজও। দেবাশিস দত্ত জানিয়েছে, মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি নামে একটা নতুন সংস্থা শুরু হতে চলেছে। এই অ্যাকাডেমির দেখভাল করবে একটি এক বেসরকারি সংস্থা। তবে, টেকনিক্যাল যাবতীয় সাপোর্ট দেবে শতাব্দী প্রাচীন ক্লাব।
wewdwesia
Jan 26, 2023 22:11 [IST]