ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা কেমন, তা প্রায় সকলেরই জানা।
তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে আন্তর্জাতিক ইভেন্ট ছাড়া পরস্পরের বিরুদ্ধে
সিরিজ আয়োজন করা হয় না। যদিও পরবর্তীতে এই চিত্রে পরিবর্তন আসতে পারে। আসন্ন এশিয়া
কাপে মুখোমুখি হবে এই দুই দেশ। কিন্তু এর আগেই বড়সড় মন্তব্য করলেন প্রাক্তন পাক অধিনায়ক
রশিদ লতিফ।
চলতি বছরের ২৭ আগস্ট থেকে আসর বসবে এশিয়া কাপের। সেই কারণে এখন থেকেই শুরু
হয়ে গিয়েছে আলোচনা-পর্যালোচনা। লতিফ মনে করেন, পাকিস্তানই সেরা। এই দেশই সবচেয়ে ভাল
ক্রিকেট খেলে। উল্লেখ্য, আইসিসি’র ওডিআই ক্রমতালিকা ছাড়া টেস্ট এবং টি২০ পাকিস্তানের
উপরে রয়েছে ভারতীয় দল। ওডিআই-এর ক্রমতালিকায় মাত্র এক পয়েন্ট বেশি সংগ্ৰহ করে তৃতীয়
স্থানে রয়েছে পাকিস্তান(১০৬)। অন্যদিকে টি২০ ক্রমতালিকার প্রথম স্থানে রয়েছে ভারত(২৬৬)।
অন্যদিকে টেস্ট ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্লু ব্রিগেড এবং পঞ্চম স্থানে রয়েছেন
বাবর আজম’রা।
আরও পড়ুন: Rohit Sharma: রোহিত'কে এক হাত নিলেন কপিল দেব
আরও পড়ুন: India vs England: এই বিশেষ কারণে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলবেন না রশিদ
সম্প্রতি এক সাক্ষাৎকারে লতিফ বলেন, “ভারত নিঃসন্দেহে ভাল দল, তবে বর্তমানে পাকিস্তান
যে ক্রিকেটটা খেলছে, তার ধারেকাছে আর অন্য কেউ নেই। পাকিস্তান
দলে বাবার আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটাররা রয়েছেন যারা বর্তমানে
আইসিসির বিচারে সেরা।” তিনি আরও বলেছেন, “আমি আশা করছি পাকিস্তান এশিয়া কাপ ২০২২ জিতবে।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়টা পাকিস্তান ক্রিকেটে নতুন প্রাণসঞ্চার
করেছে। বাকি দলগুলিও কড়া টক্কর দেবে, সেই নিয়ে সন্দেহ নেই। তবে এশিয়া কাপ ২০২২-এ মূল
লড়াইটা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে।”