অনন্য নজির গড়লেন জো রুট। ভারতীয় দলের বিরুদ্ধে চলতি টেস্টে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এই সুবাদে স্টিভ স্মিথ, বিরাট কোহলি'দের টপকে গেলেন রুট।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে জয়ের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। এই দিন ইংল্যান্ডের হয়ে নিজস্ব টেস্ট কেরিয়ারের ২৮ তম শতরান করে ফেললেন রুট। এত দিন পর্যন্ত টেস্টে সর্বাধিক শতরান করার দিক থেকে সংশ্লিষ্ট তালিকার প্ৰথমে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে ছিলেন বিরাট। তবে এই দিন তাদের টপকে গেলেন রুট। উল্লেখ্য এটি রুটের কেরিয়ারের ১২২তম টেস্ট ম্যাচ।
টেস্টে সর্বাধিক শতরান করার দিক থেকে সংশ্লিষ্ট তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন বিরাট কোহলি। তিনি দেশের হয়ে এখনও পর্যন্ত২৭ টি শতরান করেছেন ক্রিকেটের এই ফরম্যাটে। অন্যদিকে তালিকার প্রথম স্থানে থাকা স্মিথ তাঁর দেশের হয়ে ২৭টি শতরান করেছেন এখনও পর্যন্ত। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তিনি দেশের হয়ে ২৪টি শতরান করেছেন ক্রিকেটের লাল বলের এই ফরম্যাটে।