খারাপ সময় যেন কাটছেই না বিরাট কোহলির। দীর্ঘ দিন ব্যাট হাতে শতরান করতে
পারেননি ভিকে। এদিকে চলতি বছরের আইপিএল-এও ছন্দে দেখা যায়নি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে।
তবে এর দায়ী রবি শাস্ত্রী, এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
দীর্ঘ দিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি। সেই কারণে ক্রিকেট
থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ শাস্ত্রী।
যদিও আইপিএল-এর পর তাঁকে বিশ্রামে পাঠানো হয়। স্ত্রী অনুষ্কা শর্মা'র সঙ্গে মলদ্বীপে
ছুটি কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সামনেই কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন ভিকে।
আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলবে ভারতীয়
দল। এই টেস্টে খেলার কথা রয়েছে কোহলির।
আরও পড়ুন: Wriddhiman Saha: বোরিয়ার চ্যাট প্রকাশ্যে আনার কারণ খোলসা করলেন ঋদ্ধি
আরও পড়ুন: ICC T20I Rankings: আইসিসি'র ক্রমতালিকায় পদোন্নতি দীনেশের, তালিকায় নিজের জায়গা ধরে রাখলেন ঈশান
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক লতিফ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে শাস্ত্রী
এবং বিরাটকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "শাস্ত্রীর জন্যই এটা কোহলি ছন্দ
হারিয়েছে। ২০১৯ সালে কুম্বলের মতো একজনকে সরিয়ে শাস্ত্রীকে নিয়োগ করা হয়। ওর যোগ্যতা
ছিল কিনা, সেই বিষয়ে আমার কোনও ধারণা নেই। ও তো ধারাভাষ্যকার ছিল, কোচিংয়ের সঙ্গে এর
কোনও সম্পর্কই ছিল না। কোহলির পাশাপাশি আরও অনেকে শাস্ত্রীকে জাতীয় দলের কোচ করার পিছনে
ভূমিকা নিয়েছে। তবে সেটা এখন উল্টো চাপে ফেলছে। ও কোচ না হলে, বিরাট ছন্দ হারাত না।"