রাত পোহালেই মহারণ! আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। এটি চলতি আইএসএল-এর দ্বিতীয় কলকাতা ডার্বি। শেষবার লাল-হলুদ দলকে হারিয়ে দিয়েছিলেন জুয়ান ফেরান্দোর ছাত্ররা। তবে ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি’কে হারিয়েছে, যা সামান্য হলেও চিন্তায় ফেলেছে জুয়ান ব্রিগেড’কে।
শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্স’কে হারিয়েছে মোহনবাগান। এই ম্যাচে কার্ল ম্যাকহিউ একাই দুটি গোল করে মোহনবাগানকে প্লে অফের টিকিট নিশ্চিত করান। এই ম্যাচের শুরু থেকেই ভাল পারফরম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। মাঝমাঠে একাই দাপিয়ে বেরিয়েছেন। ম্যাকহিউ’র সঙ্গে তাল মিলিয়ে সঙ্গবদ্ধ ফুটবল খেলতে দেখা গিয়েছে গ্লেন মার্টিন্স, হুগো বুমোস’কেও। তবে কেরল ম্যাচের নায়ক’কে ডার্বিতে পাবে না সবুজ-মেরুন দল। চোট রয়েছে ম্যাকহিউ’র। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না ব্রেন্ডন হ্যামিল’ও। তাই ডিফেন্স নিয়ে সমস্যায় পড়তে হতে পারে মোহনবাগানকে। বিপক্ষের কর্নার কিংবা প্রতি আক্রমণের সময় প্রীতম কোটালের সঙ্গে হামিলের কম্বিনেশন বারবার সমর্থকদের চোখে পড়েছে। রক্ষণ ভাগে এই ফুটবলারের কারণে বেশ কয়েকবার গোল খাওয়া থেকে রক্ষা পেয়েছে বাগান। তবে হামিল এবং ম্যাকহিউ মতো খেলোয়াড়ের অনুপস্থিতি চিন্তার কারণ নয় জুয়ানের। এই প্রসঙ্গে বাগান কোচ বললেন, “রক্ষণ সামলে আক্রমণে ওঠাই আমাদের লক্ষ্য। এক-দুইজন ফুটবলার নিয়ে ম্যাচ হয় না। দলের ১১ জনের আলাদা-আলাদা ভূমিকা থাকে। আশা করি প্রত্যেকেই নিজের দায়িত্ব পালন করবে। আশা করি দলের প্রত্যেকে ভাল ফুটবল খেলবে।”
চলতি আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতা ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। ওড়িশা এফসি’র দিয়েগো মাওরোসিও ২০ ম্যাচে ১২ গোল করেছেন। সেই জায়াগায় ১৯ ম্যাচেই এক ডজন গোল করে ফেলেছেন লাল-হলুদের ব্রাজিলিয়ান ফুটবলার। ক্লেটনের দুর্দান্ত ফর্মকে সমীহ করে চলছেন বাগানের কোচ। তিনি বলেছেন, “ক্লেটন দারুণ ফর্মে রয়েছে। প্রায় প্রতি ম্যাচে গোলও করছে। তবে ফুটবলটা কোনও একজনের খেলা নয়। দুইদলের ২২ জন ফুটবলার নিয়ে ম্যাচ হয়। সত্যি বলতে আসন্ন ম্যাচে ক্লেটনকে নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। ম্যাচটা নিয়ে পরিকল্পনা রয়েছে। আসন্ন ম্যাচ জিতে লিগ টেবলের উপরের ওঠাই লক্ষ্য আমাদের। দলে ভাল ফুটবলাররা রয়েছে। ওরা যে কোনও মুহুর্তে ম্যাচের রূপ বদলে দিতে পারে।” মোহনবাগানের মোটিভেশন কী? এই প্রশ্নের জবাবে জুয়ান বললেন, “ডার্বি মানেই একটা আলাদা রকম পরিবেশ। স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে খেলা হবে। সমর্থকরা পাশে থাকবে এটাই আমাদের অনুপ্রেরণা। ৩ পয়েন্ট পাওয়াটা প্রধান লক্ষ্য আমাদের।” হামিল আসন্ন ম্যাচে না থাকার কারণে কিছুটা হলেও সমস্যা হবে মোহনবাগানের? এর জবাবে জুয়ান বলেছেন, “ডার্বি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্রেন্ডন, প্রীতম, স্লাভকো’র ফুটবলাররা এটা বোঝে। ওরা জানে ওদের কখন, কী করতে হবে। পরিকল্পনা কী, সেটাও ওরা জানে। প্রত্যেকে পেশাদার ফুটবলার। তাই সকলেই জানে কঠিন পরিস্থিতিতে কার কাজ কী।” টানা ৭টি কলকাতা ডার্বি জিতেছে মোহনবাগান। আসন্ন ম্যাচ জিতলে টানা ৮টি ডার্বিতে ইস্টবেঙ্গলকে পরাস্ত করবে সবুজ-মেরুন।