আগামী ৪ মার্চ মরণ-বাঁচন ম্যাচ এটিকে মোহনবাগানের। যুবভারতীতে ওড়িশা এফসি'র বিরুদ্ধে খেলবেন জুয়ান ফেরান্দোর ছাত্ররা। এইদিনই আইএসএল ভাগ্য নির্ধারণ
হয়ে যাবে সবুজ-মেরুন ব্রিগেডের। নকআউট রাউন্ডের এই ম্যাচে ছাত্রদের থেকে নির্ভুল
ফুটবল চাইছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ।
আরও পড়ুন: Lionel Messi: রোনাল্ডোর নজির স্পর্শ করে ইতিহাস গড়লেন মেসি
আরও পড়ুন: EPL: দুরন্ত জয় টোটেনহ্যামের, পয়েন্ট হাতছাড়া করল লিভারপুল
ঘরের মাঠে আগামী শনিবার (৪ মার্চ)
ওড়িশার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোহনবাগানের। এই ম্যাচের উপরেই নির্ভর
করছে চলতি আইএসএল'এ সবুজ-মেরুনের
ভবিষ্যৎ। ওড়িশাকে হারালে সেমিফাইনালে হায়দরাবাদ এফসির (৯ ও ১৩ মার্চ) মুখোমুখি
হতে পারবে জুয়ান ব্রিগেড। তবে তার আগে জুয়ান বলেছেন, “নক-আউটে
লড়াই অনেক বেশি কঠিন। ৯০ মিনিটের ম্যাচে একটা সামান্য ভুল আমাদের সমস্ত স্বপ্ন
ভেঙে দিতে পারে। আমাদের মনঃসংযোগ আরও বাড়াতে হবে। ছোটখাটো ভুলও করা চলবে না।” গত শনিবার আইএসএল-এর কলকাতা ডার্বি'তে ইস্টবেঙ্গলকে
২-০ গোলে হারিয়েছে মোহনবাগান। এই ম্যাচের পর দেওয়া সাক্ষাৎকারে জুয়ান বলেন,
“প্রথমার্ধে ইস্টবেঙ্গল সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে। আর সেই কারণে আমাদের
খেলার জন্য জায়গা তৈরি করতে বেশ সমস্যা হচ্ছিল। দ্বিতীয়ার্ধে আমরা যখন আরও
আক্রমণাত্মক হয়ে উঠি, তখন ওদের রক্ষণ ও মাঝমাঠের মধ্যে
দূরত্ব ক্রমশ বাড়তে থাকে।”