অন-লাইনে শুরু হল ডার্বির টিকিট
বিক্রি। চার ধরনের টিকিট রাখা হয়েছে
সমর্থকদের জন্য। সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ টাকা। এ ছাড়া ৩০০ টাকা এবং ৪৯৯ টাকা
মূল্যের টিকিট।
অন্যদিকে, ফুটবলের ডার্বি ঘিরে বাড়তি নিরাপত্তার কথা ভাবনা চিন্তা
শুরু করেছে এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল এবং আইএসএল কর্তৃপক্ষও। রবিবার ছিল হকির
ডার্বি। দীর্ঘ ২২ বছর পর হকির ময়দানে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
সেই ম্যাচ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল মহমেডান মাঠে। মোহনবাগান সমর্থকদের
ইঁটের আঘাতে আহত হন বেশ কয়েক জন সাংবাদিক এবং সমর্থকেরা। উত্তপ্ত বাক্য বিনিময়ে
জড়িয়ে পড়েন দুই ক্লাবের আধিকারিকরাও।
আরও পড়ুন: La Liga: ক্যাডিজকে হারিয়ে রিয়েল মাদ্রিদকে আরও পিছনে ফেলল বার্সা
আরও পড়ুন: ডার্বির আগে অক্সিজেন পেয়ে গেল ইস্টবেঙ্গল
হকি ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার
পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, “খেলার মাঠে এই রকম গালাগাল হবে না, গন্ডোগোল হবে না এটা আবার কি!” ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার এই ধরনের মন্তব্য শুনে নিজের
প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, “আমাদের বড় ক্লাবের
প্রধান কাজ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। আমরা এখানে এসেছি মাঠের মধ্যে যুদ্ধ করতে
মাঠের বাইরে নয়। একজন বিবেচক মানুষের দায়িত্বশীল চেয়ারে বসা উচিত।”