টানা অষ্টম ডার্বি পরাজিত হল ইস্টবেঙ্গল। স্লাভকো ড্যামজানোভিচ এবং দিমিত্রি পেত্রাতোসের গোলে যুবভারতী ক্রীড়াঙ্গণে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে পরাজিত করল এটিকে মোহনবাগান। তবে, হারলেও আইএসএল-এ নিজেদের শেষ ম্যাচটায় উজাড় করে দিয়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা। অন্তত প্রথমার্ধের খেলার বিচারে বলাই যায় চলতি আইএসএল-এ এমন ফুটবল খেলতে দেখা যায়নি লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটিকে।
এটিকে মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ইস্টবেঙ্গলের পরিকল্পনাহীন ফুটবলের বিচারে শুরু থেকেই এগিয়েছিল এটিকে মোহনবাগান। তবে, এ দিন প্রথমার্ধে এটিকে মোহনবাগানকে প্রথম দশ মিনিট বাদে চাপে রেখেছিল ইস্টবেঙ্গল। এই অর্ধে দু'টি ওপেনিং তৈরি করেছিল লাল-হলুদ। ম্যাচের ১৭ মিনিটে মোবাসির রহমানের পাস থেকে সুহের ভিপি বল ধরে ইনসাইট কাট করতে গেলে স্লিপ করে যান। তিনি বলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে ভাল সুযোগ তৈরি হতে পারত ইস্টবেঙ্গলের জন্য়। লাল-হলুদ ম্যাচের দ্বিতীয় সুযোগটি পায় ২৯ মিনিটে। সুহের ভিপির পাস থেকে নাওরেম মহেশ সিং-এর শট বাইরে চলে যায়। এই দু'টোর বেশি সুযোগ তৈরি করতে না পারলেও ইস্টবেঙ্গল একাধিক বার ভাল আক্রমণ তৈরি করেছিল কিন্তু পেনিট্রেটিভ জোনে গিয়ে খেই হারিয়ে ফেলছিল তারা। আক্রমণের পাশাপাশি ডিফেন্সেও অনেক বেশি আত্মবিশ্বাসী লেগেছে লাল-হলুদকে। এ দিন ভাল খেলেছেন গোলরক্ষক কমলজিৎ সিং-ও।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে চেপে ধরে এটিকে মোহনবাগানর। বিশেষ করে দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিট লাল-হলুদকে চেপে ধরে মোহনবাগানের আক্রমণভাগে খেলোয়াড়রা। এই ফলও তারা পায় হাতে নাতে। ম্যাচের প্রথম গোলটি এটিকে মোহনবাগান তুলে নেয় এই চাপ ধরে রেখে। ম্যাচের ৬৮ মিনিটে হুগো বৌমসের কর্নার থেকে মনবীর সিং-এর ব্যাক হিলে হেড করেন মনবীর সিং। তাঁর ব্যাকহিলে স্লাভকো ডামজানোভিচের হেড লাগে পোস্টে লাগে। ফিরে আসা বল এসে পরে মন্টেনিগ্রিন ফুটবলারের পায়ে, দ্বিতীয় প্রচেষ্টায় গোল করতে ভুল করেননি তিনি। এই ম্যাচে আরও একটি গোল পেতে পারত এটিকে মোহনবাগান। ৫২ মিনিটে আশিক কুরুনিয়ানের পাস থেকে দিমিত্রি পেত্রাতোসের বাম পায়ের গড়ানে শট দ্বিতীয় পোস্টে কোনায় লেগে বেরিয়ে যায়। তবে, ম্যাচ শেষে তাঁকে খালি হাতে ফিরতে হয়নি। স্কোরশিটে নাম তুলেই মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। ৯০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে সবুজ-মেরুন। পুরো নব্বই মিনিট খেটে খেলার ফল পেলেন তিনি। এই ম্যাচে জয়ের ফলে তিন নম্বর স্থান পাকা করে ফেলল মোহনবাগান এবং এই জয়ের ফলে একটি প্লে-অফ ম্যাচ তারা খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গণে।