ফের হারের মুখ দেখল এটিকে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে মাথা নীচু করে মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। বার্থেলমিউ ওগবেচের শেষ মুহূর্তের গোলে এটিকে মোহনবাগানকে পরাজিত করল হায়দরাবাদ এফসি।
ম্যাচের ৮৬ মিনিটের মাথায় প্যারিস সাঁ জাঁ (পিএসজি)-র প্রাক্তনীর করা গোলে হারতে হয় সবুজ-মেরুন। শেষ তিন ম্যাচে এটি এটিকে মোহনবাগানের দ্বিতীয় হার, অপরটি ড্র হয়েছিল।
বিগত একের পর এক ম্যাচে খারাপ পারফরম্যান্সের ফলে ঘরে-বাইরে চাপ বেড়েছে গোটা দলের উপর। ক্লাব আধিকারিকরা অসন্তোষ প্রকাশ করেছেন। সমর্থকদের মধ্যে বেড়েছে অসন্তোষ। এই পরিস্থিতিতে দলের মতোই সমান চাপে কোচ জুয়ান ফেরান্দো। ফেরান্দোর দল গঠন এবং ফর্মেশন নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। দলকে প্রথম চারে রাখলেও আতশ কাঁচের তলায় রয়েছেন ফেরান্দো। সূত্রের খবর, এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ফেরান্দোর পরিবর্তনের খোঁজও শুরু করে দিয়েছে। সুপার কাপের আগেই হয়তো সেই পরিবর্তন দেখা যেতে পারে। তবে, দক্ষ স্প্যানিশ কোচের চাকরি টিকিয়ে রাখার এখনও একাধিক সুযোগ রয়েছে।
তিনি বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে ২৫ ফেব্রুয়ারি ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এ ছাড়া আইএসএল জেতার দাবিদার রয়েছে এটিকে মোহনবাগান। প্রথম ছয়ে থাকতে হবে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এটিকে মোহনবাগান এই মুহূর্তে রয়েছে চতুর্থ স্থানে ২৮ পয়েন্ট নিয়ে। পরবর্তী দুই ম্যাচের মধ্যে পয়েন্ট হারালে প্রশ্নের মুখে পড়ে যাবে সবুজ-মেরুনের অবস্থান কারণ সমসংখ্যক পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি রয়েছে পঞ্চম স্থানে এবং ষষ্ঠ স্থানে রয়েছে এফসি গোয়া ২৭ পয়েন্ট নিয়ে। যে কোনও মুহূর্তে এই তিনটি পজিশনের সমীকরণ বদলে দিতে পারে ওড়িশা এফসি যারা রয়েছে সপ্তম স্থানে ২৭ পয়েন্ট নিয়ে।
সবুজ-মেরুনের ভাগ্য রয়েছে তাদের হাতেই। চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলার ছাড়পত্র অর্জন করতে হলে লিগের আর একটি ম্যাচেও হারা চলবে না গঙ্গাপারের ক্লাবকে।