বিরাট পদক্ষেপ নিল ইস্টবেঙ্গল। আজ
অর্থাৎ শনিবার চলতি আইএসএল-এর শেষ ডার্বি। যুবভারতীতে এই ম্যাচ আয়োজনের দায়িত্ব
পেয়েছে লাল-হলুদ দল। গতবারের ডার্বিতে এক ইস্টবেঙ্গল সমর্থক প্রাণ হারিয়েছিলেন।
গ্যালারি থেকে তাঁকে স্টেডিয়ামের সামনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও ওই
সমর্থককে প্রাণে বাঁচানো যায়নি। সেই কারণে এবার সমর্থকদের চিকিৎসার ব্যবস্থা করেছে
ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।
ডার্বি ঘিরে সমর্থকদের উত্তেজনার
পারদ চরমে পৌঁছে গিয়েছে। ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান ম্যাচে মাঠের ভিতরের পরিবেশ
যথেষ্ট গরম থাকে। ডার্বি ম্যাচ দেখতে গিয়ে মারামারি অথবা হাতাহাতিতে জড়িয়ে জখম
হন অনেকেই। কিন্তু এবার এই বিষয়টি নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
গ্যালারির ভিতর এবং বাইরে থাকবে আপত্কালীন ও আধুনিক চিকিত্সা ব্যবস্থা। মাঠে
কারোর চিকিত্সার প্রয়োজন পড়লে এখান থেকেই সাহায্য নিতে পারবেন। শেষ ডার্বিতে
মাঠে গিয়ে স্টেডিয়ামে বসেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ইস্টবেঙ্গল
সমর্থক জয়শঙ্কর সাহা। মাঠে পর্যাপ্ত চিকিত্সা ব্যবস্থা উপলব্ধ না থাকায় তাঁর
জীবন বাঁচানো যায়নি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে মশাল বাহিনী। সেই কারণে এই দিন
ডার্বিতে যুবভারতীর ৬টি গেটেই উপলব্ধ থাকবে অ্যাম্বুলেন্স।
আরও পড়ুন: ISL 2022-23: ইস্টবেঙ্গলের এই গুণ চিন্তার কারণ মোহনবাগানের, ডার্বির আগে অন্য 'সুর' প্রীতমের
আরও পড়ুন: ISL 2022-23: কলকাতা ডার্বি'তে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল, আত্মবিশ্বাসী সুর স্টিফেন-বাহিনীর
অন্যান্যবারের তুলনায় এবারে
সমর্থকদের টিকিটের চাহিদা অনেকটাই কম। লাল-হলুদ সমর্থকরা ডার্বি বয়কটের ডাক
দিচ্ছেন। লাল-হলুদ কর্মকর্তাদের খুশি নন
সমর্থকরা। যতদিন না দেবব্রত সরকার এবং বাকি কর্মকর্তারা দায়িত্ব ছাড়ছেন ততদিন
নাকি লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশ মাঠেই যাবেন না। এবার সেই সমস্ত অসন্তুষ্ট
সমর্থকদের সন্তুষ্ট করার জন্য একটি অভিনব পদক্ষেপ নিল স্টিফেন কনস্ট্যান্টাইনের
দল।