নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার ম্যাচে ৫-৪ গোলে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। ভারতীয় দলের মাঝমাঠ এবং ডিফেন্সের ব্যর্থতা ১৩০ কোটি ভারতীয়ের স্বপ্নকে শেষ করে দিল। গ্রুপের দুই ম্যাচে জয় এবং একটিতে ড্র করে ইংল্যান্ডের সঙ্গে একই পয়েন্ট হলেও গোল পার্থক্য পিছিয়ে থাকার ফলে ক্রসওভার ম্যাচ খেলতে হয় ভারতকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভারত জিততে পারবে না তা বিশ্বাস করা একটু কঠিন ছিল। ভারতীয় দল যে ভাবে শুরু করেছিল ম্যাচটা তাতে মনেও হয়নি শেষ পর্যন্ত মাথা নীচু করে মাঠ ছাড়তে হবে শ্রীজেশ-হরমনপ্রীতদের। যেই নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে ভারত এ দিন হারল সেই দল এফআইএইচ র্যাঙ্কিংয়ে অনেকটাই নীচে এবং এই দল অতীতে কখনও সেমিফাইনালেও খেলেনি।
ক্রসওভার ম্যাচের প্রথম কোয়ার্টার শেষে খেলার ফল ছিল ০-০। ম্যাচের ১৮ মিনিটে দ্বিতীয় কোয়ার্টারে ললিতের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারেই ভারতের একটি গোল বাতিল হয়। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে গ্রাহাম রিডের দল এগিয়ে যায় ২-০ গোলে। এই কোয়ার্টারেই একটি গোল শোধ করে নিউজিল্যান্ড। গোলটি করেন স্যাম লেন। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ভারতীয় দলের হয়ে তৃতীয় গোলটি করেন বরুন। ৩-১ গোলে এগিয়ে যাওয়া ভারত পর পর যে ভাবে দু'টি গোল হজম করে তা অবিশ্বাস্য। ৪৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল করেন কেন রাসেল। খেলার ফল তখনও ভারতের পক্ষে ৩-২। শেষ কোয়ার্টারে ভারতীয় দল আরও একটি গোল হজম করে ৫০ মিনিটে এবং নিউজিল্যান্ডকে ম্যাচে ফিরে আসার পথ করে দেয়।
টাইব্রেকারে ভারতের গোলরক্ষক শ্রীজেশ অসাধারণ পারফরম্যান্স না করলে অনেক আগেই শেষ হয়ে যেত ম্যাচ। প্রথম ম্যাচটি শটের পরেও দুই দলের মধ্যে কোন এক দলকে আলাদা করা সম্ভব হয়নি। প্রথম পাঁচটি শটে দুই দেশই তিনটি করে গোল করে। এর পরে আরও পাঁচটি শট নেয় দুই দল। দশম শটে হয় ম্যাচের ভাগ্য নির্ধারণ। এই পাঁচটি সুযোগের মধ্যে ভারত গোল করে একটি এবং নিউজিল্যান্ড করে দুইটি। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত।
এই হারের ফলে আবারও বিশ্বকাপ হকি থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে ভারতকে। ৪৮ বছরের খরা কাটিয়ে পোডিয়ামে শেষ করার যে স্বপ্ন ভারতীয় দল এবং ভারতীয় সমর্থকেরা দেখছিলেন তা কলিঙ্গ স্টেডিয়ামেই সমাপ্ত হল।