বিশ্বকাপ শেষ, একই সঙ্গে চুক্তির মেয়াদও ফুরিয়ে যেতে চলেছে কোচ রাহুল দ্রাবিড়ের।
ক্রিকেটের মেগা টুর্নামেন্টের পর কে ভারতীয় দলের কোচ হতে চলেছেন, সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে বিশ্বকাপ ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন কোচ রাহুল। কী বলেছেন
তিনি, জেনে নেওয়া যাক।
ISL 2023-24: বদলে গেল ম্যাচ ভেন্যু, জেনে নিন কোথায় হবে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি'র দ্বৈরথ
ICC ODI World Cup 2023: চিকচিক করছে চোখের কোন, কাঁপছে গলা, হারের পর নিজের চোখের জল লুকিয়েও সতীর্থদের পাশে রোহিত
২০২১ সালে রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়
রাহুল দ্রাবিড়’কে। বিসিসিআই-এর সঙ্গে
তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৩-র বিশ্বকাপ পর্যন্ত। এবার কাকে তাঁর জায়গায় বসানোর
পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট? সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে রাহুলের মূল্যায়ন, “আমি এখনও কিছু ভাবিনি। সবে আমরা একটা বিশ্বকাপ ফাইনাল খেলে
এলাম। এই মুহূর্তে আমার কাছে এইসব নিয়ে ভাবার সময় নেই। বিশ্বকাপ ফাইনাল নিয়েই
সম্পূর্ণ মনোনিবেশ করছিলাম। বিশ্বকাপ ছাড়া আমার মাথায় অন্য কিছুই ছিল না।
ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু চিন্তা করিনি।” তবে সূত্রের খবর, রাহুলের পর জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।