কয়েক মাস আগে খেলোয়াড়দের বকেয়া না মেটানোর ইস্যুতে আগামী
মরসুমের জন্য ফুটবলার সই করানোর অপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। এবার উঠতে চলেছে
সেই ট্রান্সফার ব্যান। এমনটাই মনে করছেন ফুটবল মহলের একাংশ।
এমনিতেই আসন্ন মরসুমে ভাল দল গড়তে ইতিমধ্যেই কাজ করছেন লাল-হলুদ
ক্লাব কর্তারা। নিশ্চিত করেছেন বহু ফুটবলারকেও। সব কিছুর মাঝেও সমর্থকদের মনে
প্রশ্ন থেকে গিয়েছিল ট্রান্সফার ব্যান নিয়ে। ক্লাবে খেলে যাওয়া ফুটবলারদের বেতন
সমস্যার সমাধান না হওয়া অব্দি কীভাবে দল গঠন করা হবে সে বিষয়ে আশঙ্কায় ভুগছেন
সমর্থকরা।
আরও পড়ুন: ATK Mohun Bagan: গ্রুপ টপার হয়ে পরবর্তী পর্যায়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় জুয়ানের ছেলেরা
আরও পড়ুন: Santosh Trophy: এক কোটি টাকারও বেশি, সন্তোষ ট্রফি জয়ী দলকে বিশাল উপহার কেরলের মুখ্যমন্ত্রীর
তবে সূত্রের খবর, সমস্যা সমাধানের জন্য
ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন কর্তারা। এগারো জন ফুটবলারের মধ্যে
সাত ফুটবলারের সঙ্গে সমঝোতা করে ট্রান্সফার ব্যান তোলার পথে লাল-হলুদ কর্তারা।
বকেয়া থাকা কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলে টাকার অঙ্ক কমিয়েছে তাঁরা। ফলে আগামী ৯
জুন থেকে ফিফার ট্রান্সফার উইন্ডো খোলার আগেই স্পন্সর এনে ফুটবলার সই করাতে পারবেন
বলেই মনে করছেন ক্লাব কর্তারা। ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারকে প্রি-কনট্রাক্টে সই
করিয়েছে ইস্টবেঙ্গল।
বকেয়া বাকি খেলোয়াড়দের তালিকায় রয়েছে কেভিন লোবো (৪১ লক্ষ
টাকা),
রিনো অ্যান্টো (২৬ লক্ষ টাকা), সিকে বিনিথ (২১
লক্ষ টাকা), ইউজেনসিং লিংডো (২১ লক্ষ টাকা), কিগান পেরেইরা (১৬.৮০ লক্ষ টাকা), অনীল চভন (১০.২৮
লক্ষ টাকা) এবং গিরিক খোসলা (৬.৩০ লক্ষ টাকা)। সব মিলিয়ে বকেয়া বাকি মোট ১.৪২
কোটি টাকা।