দরজায় কড়া নারছে বেজিং প্যারালিম্পিক। আগামী শনিবার থেকেই
চিনের বেজিংয়ে শুরু হতে চলেছে শীতকালিন প্যারালিম্পিক। আসন্ন শুক্রবার (৪ মার্চ)
তার উদ্বোধনী অনুষ্ঠান। তার আগেই যুদ্ধের প্রভাব পড়ল প্যারালিম্পকে। এবার শীতকালীন
প্যারালিম্পিক থেকে নিষিদ্ধ ঘোষণা করা হল পুতিনের দেশ রাশিয়াকে। পাশাপাশি রাশিয়াকে
পরোক্ষভাবে সাহায্য করার জন্য বেলারুশকেও নিষিদ্ধ করল আন্তর্জাতিক প্যারালিম্পিক
কমিটি (আইপিসি)।
আরও পড়ুন: Ukraine-Russia Conflict: ফুটবলের সবুজ ঘেরা মাঠ কিংবা বক্সিং কোর্ট নয়, মাতৃভূমি রক্ষার্থে এবার বন্দুক হাতে রণক্ষেত্রে ইউক্রেনিয়ান ক্রীড়াবিদরা
আরও পড়ুন: Ukraine -Russia Conflict: আটকে পড়া পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া পন্থা পোল্যান্ডে ভারতের রাষ্ট্রদূতের
গত বুধবার (২ মার্চ) প্যারালিম্পিক কমিটির তরফে এক
বিবৃতিতে জানানো হয়েছিল, “শুধুমাত্র রঙ, পতাকা
এবং অন্যান্য জাতীয় প্রতীকগুলি সরিয়ে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে বেজিংয়ে আয়োজিত
শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিতে পারবে দুটি দেশের অ্যাথলিটরা।” তারপরই আইপিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হয়। এর ঠিক ২৪ ঘন্টার
মধ্যেই নতুন সিদ্ধান্ত জানাল আন্তর্জাতিক এই কমিটি। আইপিসি তরফে জানানো হয়েছে,
“এটা স্পষ্ট যে অনেক ক্রীড়াবিদ রাশিয়ান বা বেলারুশিয়ানদের
বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করবে, যা
প্যারালিম্পিকের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তাদের খ্যাতি ক্ষতিগ্রস্ত হবে।”
আইপিসি প্রেসিডেন্ট অ্যান্ড্রু পার্সনস বুধবার বেজিংয়ের
এক সংবাদ সম্মেলনে বলেন, “তারা আমাদের বলেছে যে আমরা যদি আমাদের
সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করি, তাহলে এর মারাত্মক পরিণতি
হতে পারে।”
UXuuZoZ
Jul 06, 2023 03:06 [IST]endulky
Jun 06, 2023 22:22 [IST]endulky
May 30, 2023 18:12 [IST]thapsit
Apr 24, 2023 02:28 [IST]