তীব্র কটাক্ষ করলেন বীরেন্দর সেহবাগ। পাকিস্তানের এক রাজনৈতিক বিশ্লেষককে কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার। সেই কারণে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে নেটপাড়ায়। যদিও নেটিজেনদের বেশিরভাগই হালকাভাবে নিয়েছেন এই বিষয়টিকে।
সম্প্রতি কমনওয়েলথ গেমসে পাকিস্তানের এক জ্যাভলিন থ্রোয়ার স্বর্ণপদক জয় করেছেন। স্বর্নপদকজয়ী এই তারকার নাম আরশাদ নাদিম। তাঁকেই শুভেচ্ছা জানাতে গিয়ে আশীষ নেহরা'কে শুভেচ্ছা জানিয়ে ফেলেন রাজনৈতিক বিশ্লেষক জাইদ হামিদ। তিনি গণমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, "দারুন পারফরম্যান্স। তবে সবচেয়ে ভাল খবর হল, এই পাকিস্তানি তারকা ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার আশীষ নেহরাকে হারিয়েছে। শেষ সাক্ষাতে আশীষ নাদিমকে হারিয়ে দিয়েছিল।" তিনি আরও লেখেন, "বাঃ, কি সুন্দর মধুর প্রতিশোধ।"
এই পোস্টের জবাব দেন বিরু। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। সেহবাগ তাঁকে জবাবে লেখেন , "চাচা, আশীষ নেহরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটের জন্য তৈরি হচ্ছেন। তাই ঠান্ডা হয়ে বসুন।" উল্লেখ্য চলতি বছর কমনওয়েলথ গেমসে চোটের কারণে খেলেননি টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া। অন্যদিকে পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার নাদিম এবারে ৯০.১৮ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জয় করেছেন।