টোকিও অলিম্পিকে ট্রাক অ্যান্ড ফিল্ড বিভাগে ভারতের হয়ে প্রথম সোনা জিতে
দেশের নাম উজ্জ্বল করেছিলেন নীরাজ চোপড়া। ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে এই সোনা জিতেছেন
তিনি। এরপর ফিনল্যান্ডের টুরকুতে পাভো নুর্মি গেমসে নিজের নজির ভেঙে নতুন জাতীয় রেকর্ড
গড়েন তিনি। পাভো নুর্মি গেমসে তিনি জ্যাভলিন ছোড়েন ৮৯.৩০ মিটার। তবে জিততে পারেননি
সোনা।
২৪ বছর বয়সি ভারতীয় তারকা অ্যাথলিট পাভো নুর্মি গেমসে মাত্র ৭০ সেন্টিমিটারের
জন্য ৯০ মিটারের দূরত্ব স্পর্শ করতে পারেননি। তাঁকে ছাপিয়ে যান স্থানীয় অ্যাথলিট অলিভার
হেলান্ডার। ৮৯.৮৩ মিটার জ্যাভলিন ছুড়ে সোনাও জেতেন হেলান্ডার।
আরও পড়ুন: Rafael Nadal: উইম্বলডন খেলার প্রসঙ্গে মুখ খুললেন নাদাল
আরও পড়ুন: Neeraj Chopra: জাতীয় রেকর্ড গড়লেও সোনা হাতছাড়া হয়ে গেল নীরজের
আজ শনিবার, ফিনল্যান্ডেই কুয়োর্টেন গেমসে নামছেন নীরাজ। যা বিশ্ব অ্যাথলেটিক্সে
একটি সিলভার পর্যায়ের মিট। আর এই মিটে নীরজের এক মাত্র লক্ষ্য হল ৯০ মিটার দূরত্ব অতিক্রম
করা। তিনি এই মুহূর্তে এই কুয়োর্টেন শহরের অলিম্পিক ট্রেনিং সেন্টারেই অনুশীলন করছেন।
এই শহরটি টুরকু থেকে ৩০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সেন্টার। ভারতীয় তারকার আসল
লক্ষ্য অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনের বিশ্বচ্যাম্পিয়নশিপ। যা অনুষ্ঠিত হবে
১৫ থেকে ২৪ জুলাই।
কুয়োর্টেনের মিট বিশ্বমানের হলেও তা টুরকুর মিটের মতো শক্তিশালী হতে যাচ্ছে
না। টুরকুতে এই মুহূর্তে জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও অংশ নেন।
যদিও শেষ করেন নীরজের পরে তৃতীয় স্থানে।
vXqNJhWK
Aug 21, 2023 02:36 [IST]tHyliIB
Jul 18, 2023 22:06 [IST]Alcorse
Jun 14, 2023 17:37 [IST]Preelia
May 06, 2023 22:25 [IST]