দরজায় কড়া নাড়ছে আইপিএল। আর মাত্র
একদিন। তারপর আইপিএল ২০২২’র প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই
ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। তবে এবারের কোভিডের কারণে
মাঠে ২৫ শতাংশ দর্শকদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হলেও হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান।
বদলে শোনা যাচ্ছে, টোকিও অলিম্পিকে পদকজয়ী যে সমস্ত
অ্যাথলিট এই মুহূর্তে দেশে রয়েছেন, তাঁদের এনে সংবর্ধনা
দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বাকিদের পাওয়া গেলেও নীরজ চোপড়াকে পাওয়া যাবে না
খুব সম্ভবত। তিনি এই মুহূর্তে দেশে নেই।
শনিবার (২৬ এপ্রিল) উদ্বোধনী
অনুষ্ঠানের পরিবর্তে মীরাবাঈ চানু, রবি কুমার দাহিয়া,
লভলিনা বরগোহাঁই, বজরং পুনিয়াদের দিয়ে শুরু
হতে পারে আইপিএলের প্রথম ম্যাচ। পাশাপাশি ডাকা হতে পারে টোকিও অলিম্পিকে পদকজয়ী
ভারতীয় হকি টিমের সদস্যদেরও। আইপিএলের ১৫তম সংকরণের উদ্বোধনকে আকর্ষক করে রাখতে
অভিনব এই উদ্যাগ নিতে চলেছে ভারতীয় বোর্ড। টোকিও অলিম্পিকে পদকজয়ীদের যে আর্থিক
পুরস্কার দেবে বলে গত বছর ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটাও নাকি শনিবার দিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: ICC Women's World Cup: আরও কঠিন হয়ে গেল ভারতের শেষ চারে পৌঁছানোর রাস্তা, নেপথ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান
আরও পড়ুন: IPL 2022: আসন্ন আইপিএল-এ CSK-এর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না ধোনিকে, নয়া দলনেতার নাম জানিয়ে দিল ম্যানেজমেন্ট
প্রসঙ্গত, গত বছর টোকিও অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদরা পদক জেতার পর আর্থিক
পুরস্কার ঘোষণা করেছিল বোর্ড। বোর্ড সচিব জয় শাহ এক টুইটে লিখে দিয়েছিলেন যে,
জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়াকে এক কোটি টাকা দেওয়া হবে। দুই
রুপোজয়ী অ্যাথলিট মীরাবাঈ চানু এবং রবি কুমারকে দেওয়া হবে যথাক্রমে পঞ্চাশ লক্ষ
টাকা। ব্রোঞ্জজয়ী তিন অ্যাথলিট পিভি সিন্ধু, লভলিনা
বরগোঁহাই, বজরং পুনিয়াকে দেওয়া হবে পঁচিশ লক্ষ টাকা করে।
এবং ভারতীয় হকি টিমকে দেওয়া হবে ১.২৫ কোটি টাকা।
সব কিছু ঠিকঠাক থাকলে এই অভিনব
পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আগামী শনিবার আইপিএল উদ্বোধনী ম্যাচকে ঘিরে।
UgZmcPsT
Aug 20, 2023 23:09 [IST]lIpyYcnJu
Jul 18, 2023 18:11 [IST]Alcorse
Jun 14, 2023 15:33 [IST]Preelia
May 06, 2023 19:18 [IST]