এখনও চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ।
এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এই যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। প্রাণ বাঁচাতে দেশ
ছেড়ে প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরিতে
গিয়ে আশ্রয় নিচ্ছেন একাধিক ইউক্রেনীয়ানরা। বিভিন্ন মানবাধিকার সংস্থাও এগিয়ে এসেছে
তাঁদের সাহায্য করতে। এবার ইউক্রেনীয়ানদের আশ্রয় দিতে এগিয়ে এলেন জার্মানির
প্রাক্তন অলিম্পিক পদকজয়ী পল শকমোহলে।
উত্তর জার্মানিতে নিজের ফার্ম
হাউজের কাছে একটি হোটেলে ৮০ জন ইউক্রেনীয়কে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। পাশাপাশি
তাঁদের যাতায়াত-সহ দৈনন্দিন খাবার খরচও বহন করছেন তিনি। যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের প্রত্যেকেই মহিলা বলে জানিয়েছেন পল। তাঁদের মধ্যে অনেকের আবার ছোট
শিশুও রয়েছে।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা চার জঙ্গি
আরও পড়ুন: Dipa Karmakar: দীপা কান্ডে নয়া মোড়, এফআইজির ওয়েবসাইটে নেই কোথাও দীপার নাম
ইকোয়েস্ট্রিয়ান টিম জাম্পিংয়ে
১৯৭৬ মন্ট্রিল অলিম্পিক্সে রুপো এবং ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ব্রোঞ্জ
জিতেছিলেন পল। এখন তিনি ঘোড়াদের দেখাশোনা করেন। পলের আশা, আগামীদিনে আরও অনেকে তাঁর মতোই ইউক্রেনীয়দের সাহায্য করতে এগিয়ে আসবেন।
বলেছেন, “আমি এটা নিয়ে বেশি হইচই করতে রাজি নই। তবে এটা চাই
যে ভবিষ্যতে বাকিরাও এ ভাবেই এগিয়ে এসে ইউক্রেনীয়দের সাহায্য করুক।”
উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, গত ২৪
ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর থেকে অন্তত ২৫ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে
পালিয়েছেন।
JlMssc
Jul 05, 2023 15:56 [IST]endulky
Jun 06, 2023 18:27 [IST]endulky
May 30, 2023 13:57 [IST]thapsit
Apr 23, 2023 21:23 [IST]