টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে অনন্য নজির
গড়েছিলেন নীরজ চোপরা। আলিম্পিক্সের মঞ্চে অ্যাথলেটিক্সে ভারতের হয়ে এটিই হল প্রথম
সোনার পদক।
এই মুহূর্তে নীরাজ বেজিং অলিম্পিকের প্রস্তুতির জন্য
রয়েছেন আমেরিকাতে। বহুদিন আসেননি গ্রামের বাড়িতে। তাই এবার গ্রামের বাড়িতে এলে
অনুশীলনে যাতে ব্যাঘাত না ঘটে তাই স্টেডিয়াম তৈরির আশ্বাস দিলেন হরিয়ানার
মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। পানিপথে একটি চিনি কারখানার উদ্বোধন করতে গিয়ে এই
আশ্বাস দিয়েছেন খট্টর।
খট্টর জানিয়েছেন, নীরজ অলিম্পিকে সোনার
পদক জিতে দেশকে গর্বিত করেছেন। গর্বিত করেছেন হরিয়ানাকেও। এর পরেই তিনি বলেন,
‘‘নীরজের গ্রামে ১০ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করবে হরিয়ানা
সরকার।’’
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ
রাজ্যের খেলাধুলোর উন্নতিতে সন্তোষ প্রকাশ করে খট্টর
জানিয়েছেন, "হরিয়ানা এখন দেশের খেলাধুলোর অন্যতম কেন্দ্র।
বিভিন্ন খেলায় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু ক্রীড়াবিদ উঠে এসেছেন হরিয়ানা
থেকে। জাতীয় এবং আন্তর্জাতিক সাফল্য পেলে দেশের মধ্যে হরিয়ানাই সর্বোচ্চ অঙ্কের
পুরস্কার দেয় ক্রীড়াবিদদের উৎসাহিত করতে। করোনার জন্য ২০২১ সালে একাধিক বার বাতিল
হয়েছে খেলো ইন্ডিয়া গেমস। আগামী ৪ জুন থেকে ১৩ জুন হরিয়ানাতে আয়োজিত হবে খেলো
ইন্ডিয়া গেমস।"
প্রসঙ্গত, নীরজের বাড়ি পানিপথের খান্দ্রা
গ্রামে। হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশা এই স্টেডিয়াম তৈরি হলে গ্রামের বাড়িতে এলেও
অনুশীলনে কোন ব্যাঘাত ঘটবেনা নীরাজের।
SVSKAjuxl
Aug 18, 2023 21:51 [IST]nzbTDq
Jul 16, 2023 10:08 [IST]Alcorse
Jun 13, 2023 11:39 [IST]Alcorse
Jun 04, 2023 07:54 [IST]Preelia
May 05, 2023 00:11 [IST]