টোকিও অলিম্পিকের পর ফের সোনা জিতলেন
নীরজ চোপড়া। এবার সোনা জিতলেন কুয়োরটন গেমসে। ৫৬.৬৯ মিটার জ্যাভলিন ছুড়ে এই প্রতিযোগিতায়
সোনা জিতেছেন তিনি। তিন দিন আগেই জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ। তবে পাভো নুর্মি গেমসে
৮৯.৩০ মিটার জ্যাভলিন ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি তাঁর।
রুপোতেই তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ফিনল্যান্ডে এ বার সেই আক্ষেপ মিটলেও অভিষ্ট্য লক্ষ্যে
পৌঁছতে পারলেন না নীরাজ। বৃষ্টি ভেজা মাঠে চলছিল খেলা। সেখানে প্রথম বারেই ৮৬.৬৯ মিটার
ছোড়েন নীরজ। সেই থ্রোই তাঁকে সোনার পদক এনে দিল। তবে ৯০ মিটার পার করা হল এই প্রতিযোগিতাতেও।
পাভো নুর্মি গেমসে মাত্র ৭০ সেন্টিমিটারের জন্য ৯০ মিটারের দূরত্ব স্পর্শ করতে পারেননি।
ফিনল্যান্ডেও সেটা হল না, তবে সোনা পেলেন নীরজ।
আরও পড়ুনঃ Neeraj Chopra: কুয়োর্টেন গেমসে ৯০ মিটার অতিক্রম করাটাই মূল লক্ষ্য ভারতের সোনার ছেলের
আরও পড়ুনঃ Neeraj Chopra: জাতীয় রেকর্ড গড়লেও সোনা হাতছাড়া হয়ে গেল নীরজের
উল্লেখ্য, দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে
থাকার কারণে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে নীরজ চোপড়া আদৌ আগের ফর্মে ফিরতে পারবেন
কিনা! পারলেও কতদিন সময় লাগতে পারে তাঁর। বলা ভালো সেই সব জল্পনার উত্তর দিয়ে পরপর
দুই প্রতিযোগিতায় পদক জিতলেন নীরজ। তবে এখানেই থামতে রাজি নন তিনি। সামনে রয়েছে একাধিক
গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সেদিকেও নজর রয়েছে তরুণ অ্যাথলিটের। জুলাইয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপকেই
পাখির চোখ করছেন তিনি। তাছাড়া সামনে কমনওয়েলথ গেমসও রয়েছে। সেখানে নজির গড়ে দেশকে
ফের পদক এনে দিতে তিনি বদ্ধপরিকর।
ozmyeRbnS
Aug 19, 2023 20:52 [IST]NCyxcj
Jul 17, 2023 12:20 [IST]Alcorse
Jun 14, 2023 00:23 [IST]Preelia
May 05, 2023 20:09 [IST]