গত সোমবার শেষ হয়ে গিয়েছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস। আজ অর্থাৎ মঙ্গলবার
ভারতীয় অ্যাথলিটরা দেশে ফিরেছেন। এ দিন দিল্লির বিমানবন্দরে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়
তাদের। এবার দেশকে আটটি পদক এনে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। চোটের কারণে কমনওয়েলথ গেমসে
খেলতে পারেননি অলিম্পিক্স স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া। কিন্তু তা সত্ত্বেও এই আটটি পদক
জয়ের পিছনে নীরজের অবদান রয়েছে বলে জানালেন এলধস পাল।
আজ বিমানবন্দরে ফিরে সংবাদসংস্থা এএনআই’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন এলধস,
অবিনাশ সাবলে, আব্দুল্লাহ আবুবেকার, সন্দীপ কুমাররা। এ দিন এলধস বলেছেন, “জাতীয় সঙ্গীত
যখন হচ্ছিল, সেই সময়টা আমার খুব ভাল কেটেছে। আমি গর্বিত। আমরা এশিয়ান গেমস এবং কমনওয়েলথ
গেমসের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তবে বিশ্বচ্যাম্পিয়নরা আমাদের অভিজ্ঞতা বাড়াতে সাহায্য
করেছেন। ২০২০ টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনাজয় আমাদের মানসিকতা অনেক বদল এনেছে।
আগে আমাদের একটা সীমা ছিল। যা পেরিয়ে যাওয়াটা কঠিন ছিল। কিন্তু এখন, ভারতীয়রা যেকোনও
সময় ম্যাজিক করে দেখাতে পারেন। আমরা এইভাবেই পরিশ্রম করতে থাকব এবং প্রত্যেকবারই ওই
সীমা পেরিয়ে যাবো।”
আরও পড়ুন: Commonwealth Games 2022: মোট ৬১টি পদক জিতে কমনওয়েলথ গেমসে চতুর্থস্থানে শেষ করল ভারত
আরও পড়ুন: Asia Cup 2022: শামি দলে না থাকায় হতাশ এই বোর্ড আধিকারিক
এবারে কমনওয়েলথ গেমস থেকে আটটি পদক এসেছে ভারতে। যার মধ্যে একটি সোনা, চারটি
রুপো এবং তিনটি ব্রোঞ্জ। এলধস ১৭.০৩মিটার লাফিয়ে সোনা জিতেছেন। আব্দুল্লাহ ট্রিপল জাম্পে
পেয়েছেন রুপো অন্যদিকে অবিনাশও জিতেছেন রূপোর পদক। সন্দীপ ঝুলিতে ভরেছেন ব্রোঞ্জ।
NmICJi
Jul 23, 2023 01:03 [IST]Bloohopsy
Jun 15, 2023 14:13 [IST]Pienuilia
May 07, 2023 00:30 [IST]