বিভিন্ন কারণে বারংবার স্থগিত হওয়ার পর অবশেষে ৩৬তম ন্যাশানাল গেমসের আসর
বসতে চলেছে গুজরাটে। গত বুধবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা পিটিআইকে
জানান যে গুজরাট অলিম্পিক অ্যাসোসিয়েশন ও রাজ্য সরকারের ন্যাশনাল গেমস আয়োজনের আগ্রহ
দেখে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে গুজরাটে ৩৬তম ন্যাশনাল গেমস আয়জনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন যে, খুব শীঘ্রই ন্যাশনাল গেমসের তারিখ ঘোষণা করা হবে। আহমেদাবাদসহ গুজরাটের
মোট ৬টি শহরে হবে এই গেমস।
শেষবার ন্যাশনাল গেমস আয়োজিত হয়েছে ২০১৫ সালে গোয়াতে। এরপর ২০১৬ সালে গোয়ায়
৩৬তম সংস্করণ হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে তা দু'বার পিছিয়ে দেওয়া হয়।
এরপর ২০২০ সালে আয়োজন করার চেষ্টা করা হলেও করোনা মহামারির কারণে ব্যাঘাত ঘটে এবং গোয়ার
তরফে জানিয়ে হয় যে তাঁরা আর এই গেমস আয়োজন করতে পারবে না। তাই চলতি বছরে ৩৬তম ন্যাশানাল
গেমস আয়োজনে বদ্ধপরিকর ছিলও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। ফলে গুজরাট অলিম্পিক অ্যাসোসিয়েশন
ও রাজ্যসরকারের আগ্রহ দেখে গুজরাটে করার সিধান্ত নেয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।
রাজিভ মেহেতা এও জানান যে ইমেলের মাধ্যমে এই বিষয়ে বিভিন্ন রাজ্য অলিম্পিক সংস্থার
থেকে অনুমোদনও নিয়েছে আইওএ।
"আমরা জাতীয় গেমসের আয়োজনের পাশাপাশি কিছু বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নেওয়ার জন্য একটি সাধারণ সভাও ডেকেছি। দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছেও আবেদন
করেছি একটি জেনারেল বডির মিটিং ডাকার অনুমতি দেওয়া হয়।", জানান মেহতা।
তিনি আরও বলেন, "গোয়া আইওএ'কে জানিয়ে দিয়েছে যে তারা ন্যাশনাল গেমস
আয়োজন করতে পারবে না। তাই গুজরাটকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি গুজরাটের
সেই ক্ষমতা এবং পরিকাঠামোও রয়েছে। এছাড়াও আগামী বছর আমরা উত্তরাখণ্ড, ছত্রিশগড় ও মেঘালয়েও
আয়োজন করতে পারি।"
রাজীব মেহেতা মনে করেন, গুজরাটে ন্যাশনাল গেমস করার মত সব রকম সুবিধা রয়েছে।
পাশপাশি সেখানকার সরকারও এই বিষয়টিকে সমর্থন করছে। অবশ্যই আইওএ তরফে গিয়ে সব কিছু পরিদর্শন
করে আসার পরই দিনক্ষণ ঘোষণা করা হবে।
FFpgjl
Jul 09, 2023 20:30 [IST]Bloohopsy
Jun 09, 2023 18:55 [IST]Bloohopsy
May 29, 2023 00:49 [IST]evituisse
Apr 26, 2023 02:28 [IST]