৭০তম রাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স
মিটে দ্রুততম পুরুষ ও মহিলা হলেন যথাক্রমে সোফিকুল মন্ডল, হিমাশ্রী রায়। ৫ মে থেকে শুরু হওয়া এই রাজ্য অ্যাথলেটিক্স মিট শেষ হয়
রবিবার। কলকাতার সাই কেন্দ্রে চারদিন ব্যাপি এই রাজ্য মিটে ৩২১ পয়েন্ট নিয়ে
ইস্টবেঙ্গল ক্লাব পুরুষ ও মহিলা বিভাগে শীর্ষে রইল। ২৮৫ পয়েন্ট ইস্টবেঙ্গলের পিছনে
রয়েছে লাল-হলুদ দলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান। ২২৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ৩৮টি দলে
মোট ৭৪৩ জন প্রতিযোগী এই মিটে অংশ নিয়েছিলেন। দু'বছর বন্ধ থাকার পর এই মিট ঘিরে
প্রতিযোগিদের উৎসাহ ছিল তুঙ্গে। অলিম্পিয়ান প্রাক্তন অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়
জানালেন, "দুবছর বন্ধ থাকার পর এই মিট প্রতিযোগীদের
মনোবল আরও বাড়িয়ে দেবে। ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে প্র্যাকটিস চালিয়ে গেলেও দু'বছর
তাদের সামনে ছিল না কোনও প্রতিযোগিতা। মানসিকভাবে অ্যাথলিটরা বিপর্যস্ত হয়ে পড়ছিল।
একই সঙ্গে আক্ষেপ করলেন রাজ্যে সিনথেটিক ট্র্যাকের অপ্রতুলতা নেই।"
আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলের চা চক্রের আমন্ত্রণ গ্রহণ আইএফএ-এর, লক্ষ্মীবারে ক্লাব তাঁবুতে আসছেন সন্তোষের কৃতী ফুটবলাররা
আরও পড়ুন: East Bengal: সন্তোষের সেরা তারকা প্রায় সবুজ-মেরুনের জালে, অ্যালভিটোদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ লাল-হলুদ জনতা
অপরদিকে, ওড়িশা সরকার সহযোগিতায় অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অ্যাথলেটিক্স
অ্যাশসিয়েশনের উদ্যোগে ভুবনেশ্বরে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স ৩
এবং ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স ৪। এই প্রতিযোগিতা চলবে আগামী ২১ মে থেকে ২৪ মে
পর্যন্ত। এই প্রতিযোগিতার গত সংস্করণ আয়োজিত হয়েছিল মাদুরাইতে। কিন্তু অ্যাথলিটদের
আরও সুবিধার জন্য এবারে ভুবনেশ্বরে হতে চলেছে এই প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় থাকছে ১৭টি
ইভেন্ট। যার মধ্যে মহিলাদের ৯টি এবং পুরুষদের জন্য ৮টি।
toHUbX
Jul 27, 2023 08:35 [IST]GowlDoods
Jul 26, 2023 02:14 [IST]endulky
Jun 14, 2023 15:32 [IST]igniguaps
May 11, 2023 03:04 [IST]