একদিনে একাধিক পদক দেশকে উপহার দিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ট্রিপল জাম্পে সোনা জিতেছেন এলধস পল। অন্যদিকে রুপো জিতলেন আব্দুল্লা আবুবেকার। এছাড়াও পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ জয় করেছেন সন্দীপ কুমার। মহিলাদের জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ পেলেন অন্নু রানি।
এ দিন ট্রিপল জাম্পে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন এলধস। প্রথম সুযোগে ১৪.৬২ মিটার লাফান তিনি। দ্বিতীয় সুযোগ থেকে নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় ১৬.৩০ মিটার লাফান এলধস। তৃতীয় প্রচেষ্টায় নিজের সেরাটা দেখিয়ে দেন তিনি। তৃতীয় অর্থাৎ তাঁর শেষ সুযোগে ১৭.০৩ মিটার লাফান তিনি। অন্যদিকে আব্দুল্লা তাঁর পঞ্চম প্রয়াসে রূপোর পদক নিশ্চিত করেন। পঞ্চম প্রয়াসে ১৭.০২ মিটার লাফিয়ে রুপোর পদক জয় করে নেন এই ভারতীয় ক্রীড়াবিদ।
পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ জিতলেন সন্দীপ। তিনি তাঁর রেস শেষ করেন ৩৮:৪৯:২১ মিনিটে। সন্দীপ ছাড়াও এই প্রতিযোগিতায় খেলতে নেমেছিলেন অমিত। তিনি ৩৮:৪২.৩৩ মিনিটে নবম স্থানে তাঁর রেস শেষ করেন। অন্যদিকে মহিলাদের জ্যাভলিন থ্রো-এ ব্রোঞ্জ পেয়েছেন অন্নু। তিনি ৬০ মিটার বর্ষা ছুঁড়ে ভারতকে এই পদক এনে দিয়েছেন।
sixBLg
Jul 27, 2023 04:41 [IST]endulky
Jun 14, 2023 11:23 [IST]igniguaps
May 10, 2023 20:06 [IST]