সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬১টি পদ। আর এই ৬১টি
পদকের মধ্যে বাংলার অনদান ২টি। ভারোত্তোলনে সোনা জিতেছেন অচিন্ত্য শিউলি এবং স্কোয়াশে
ব্রোঞ্জ জিতেছে সৌরভ ঘোষাল। বাংলার এই দুই অ্যাথলিটের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি তিনি জানিয়ে দেন অচিন্ত্য এবং সৌরভকে আর্থিক সাহায্য
এবং সরকারি চাকরি দেওয়া হবে সরকারের তরফে।
আরও পড়ুনঃ Commonwealth Games 2022: সিন্ধুকে বিশেষ বার্তা ওয়ার্নারের, জেনে নিন কী বললেন অজি ব্যাটার
আরও পড়ুনঃ Commonwealth Games 2022: অ্যাথলেটিক্সে পদক জয়ের পিছনে নীরজের অবদান রয়েছে বলে জানালেন কমনওয়েলথ গেমসের এই স্বর্ণপদকজয়ী
বুধবার মোহনবাগান ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা
করেন যে ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলিকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা এবং স্কোয়াশে
ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। সেই সঙ্গে এই দু’জন অ্যাথলিটকেই দেওয়া
হবে সরকারি চাকরি। সেই সঙ্গে আগামী ১৬ আগস্ট ‘খেলা দিবসে’ এদের দু’জনকেই সম্মানিত করবে
রাজ্য সরকার।
এমনিতে অ্যাথলেটিক্সে দেশের অন্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়েই রয়েছে
বাংলা। এবছরও কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের সংখ্যার নিরিখে হরিয়ানা (৩৪)
রয়েছে সবার ওপরে। এরপর রয়েছে পঞ্জাব (২৬) ও তামিলনাড়ুর (১৬)। সেই তুলনায় বাংলা অনেকটাই
পিছিয়ে। বাংলার থেকে মাত্র ৪ জন অ্যাথলিট এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। আর
সেই চারজনের মধ্যেই দু’জন বাংলার নাম উজ্বল করেছেন। তাঁদেরই এবার সম্মানিত করার কথা
ঘোষণা করলেন মমতা। যা আগামী দিনে রাজ্যের অ্যাথলিটদের উৎসাহ বাড়াবে বলেই মনে করছেন
বিশেষজ্ঞরা।
cJjWfDdzB
Aug 11, 2023 21:47 [IST]odeivq
Jul 09, 2023 02:44 [IST]Alcorse
Jun 09, 2023 20:51 [IST]Alcorse
May 30, 2023 01:32 [IST]mooptew
Apr 27, 2023 08:29 [IST]