করোনার প্রকোপ এখনও কমেনি। তাই স্থগিত রাখা হয়েছিল এশিয়ান গেমস। তাই আগামী
বছর আয়োজিত হবে এশিয়ান গেমস। চিনের হ্যাংঝৌ শহরে বসবে এই প্ৰতিযোগিতার আসর। গত মঙ্গলবার
এমনটাই জানিয়েছে এশিয়ার অলিম্পিক্স কাউন্সিল।
সব ঠিক থাকলে চলতি বছরেই আয়োজন করা হত এশিয়ান গেমস। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক
না থাকার কারণে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হল এশিয়ার বড় এই প্রতিযোগিতাটি। চলতি বছরের১০
সেপ্টেম্বরের বদলে আগামী বছর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। যা চলবে আগামী
৮ অক্টোবর পর্যন্ত। ওসিএ'র তরফে জানানো হয়েছে, শেষ দু’মাস ধরে চিনের অলিম্পিক্স
কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে এশিয়ান গেমসের সময় এক না হয়ে
যায় সেই নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: CWG 2022: কমনওয়েলথ গেমস শুরুর আগে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে কথা বললেন দেশের প্রধানমন্ত্রী, জেনে নিন অথলিটদের কী বলে উজ্জীবিত করলেন তিনি
আরও পড়ুন: Yonex Taipei Open 2022: এক নজরে দেখে নেওয়া যাক তাইপে ওপেনের বেশ কিছু খুঁটিনাটি বিষয়
চলতি বছরের পরিস্থিতির কথা মাথায় রেখে সামনের বছরে যথাযথ ব্যবস্থা নেবে
চিন। শুধু তাই নয়, খেলোয়াড়দের সুরক্ষা ব্যবস্থা উন্নতির কথাও ভাবছে তারা। জানা যাচ্ছে,
আগামী বছর এশিয়ান গেমসে প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহন করতে পারেন। তাই এত পরিমান
ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত প্ৰতিযোগিতা সফল করে তুলতে যাবতীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে
হ্যাংঝৌ অলিম্পিক্স কমিটি।
kvXckun
Jul 28, 2023 06:53 [IST]endulky
Jun 15, 2023 06:25 [IST]