দিল্লিতে ২৬ জানুয়ারি অর্থাৎ
প্রজাতন্ত্র দিবসে সম্পূর্ণ ড্রাই দিন ঘোষণা করা হয়েছে। এই দিনে দিল্লিতে
কোনওভাবেই মদ বিক্রি হবে না। প্রকৃতপক্ষে, আগে ২৬ জানুয়ারিকে ড্রাই দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল, তবে বার এবং রেস্তোঁরাগুলিতে মদ পরিবেশন করার অনুমতি দেওয়া
হয়েছিল। এই প্রথমবারের মতো ২৬ জানুয়ারি এইগুলিতেও মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার
সোমবার এই আদেশ জারি করেছে। সেই সঙ্গে মহাশিবরাত্রি, রাম নবমী ও হোলিতে দোকানে মদ বিক্রি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে। স্বামী
দয়ানন্দ জয়ন্তী এবং গুরু রবিদাস জয়ন্তীতে কেজরিওয়াল সরকারও ড্রাই ডে ঘোষণা
করেছে। এই দিনগুলিতেও বন্ধ থাকবে মদের দোকান। দিল্লি সরকারের আবগারি বিভাগ চলতি
বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত শুষ্ক দিবসের তালিকা প্রকাশ করেছে। এতে
কেজরিওয়াল সরকার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৫ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী, ১৫ ফেব্রুয়ারি স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী, ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, ৮ মার্চ হোলি এবং ৩০ মার্চ রাম নবমীকে ড্রাই ডে হিসাবে ঘোষণা করেছে।
আরও পড়ুন: Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসের সঙ্গে স্বাধীনতা দিবসের পার্থক্য কোথায়, জেনে নিন
আরও পড়ুন: Republic Day 2023: পশ্চিমবঙ্গ ছাড়াও এই সব স্থানে গেলে দেখতে পাবেন ২৬ জানুয়ারির দেশপ্রেমের রঙ
দিল্লি সরকার প্রতি তিন মাসে ড্রাই
ডে’র একটি নতুন তালিকা জারি করে। বর্তমানে বছরে প্রায় ২১টি
শুষ্ক দিবস থাকে। প্রসঙ্গত, জাতীয় উৎসব ও
দেশের বিভিন্ন উৎসব উপলক্ষে ড্রাই ডে ঘোষণা করা হয়। বিভিন্ন রাজ্যের আবগারি নীতি
অনুসারে সেই সব রাজ্যে বিভিন্ন দিন ড্রাই ডে ঘোষণা করা হয়। রাজ্যগুলির সংস্কৃতি
এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত উৎসবের দিন
অনুসারে শুষ্ক দিবস পালন করা হয়।