ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত
করতে নেতাজী সুভাষ চন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। স্বাধীনতার পেতে দেশের
যুবশক্তিকে উদ্ভুদ্ধ করা ও ভারতের স্ব-অধীন হওয়ার পথ সুগম করার জন্য তাঁর
কর্মকান্ড ইতিহাসের পাতায় সমুজ্জ্বল। যদিও স্বাধীন ভারত দেখে যেতে পারেননি নেতাজী।
তার আগেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। সুভাষচন্দ্র এমন একজন ব্যক্তি যাঁর জীবনের
প্রতিটি পরতে লুকিয়ে নানা বর্ণময় ও রহস্যজনক কাহিনি। তাঁর ছেলেবেলাও ছিল মনে রাখার
মতই। প্রতিকূলতাকে জয় করার পাঠ নেওয়ার জন্য আদর্শ তাঁর ছেলেবেলার কাহিনিও।
বিশ্বভুবন সম্পর্কে ছোটো থেকেই অসীম
আগ্রহ নেতাজীর। শিক্ষার প্রারম্ভিক লগ্নে তাঁকে ভর্তি করা হয়েছিল কটকের
প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে। সেই স্কুলের ভাবধারা ছিল সম্পূর্ণভাবে
ইউরোপিয়ান। স্কুল থেকে ছোট্ট নেতাজি নিয়মানুবর্তিতা শিখলেও স্কুলের পরিবেশ তাঁর
মোটেও ভাল লাগত না। সাহেবি স্কুলের গন্ডি পেরিয়ে বারংবার বাইরে চলে আসতে চাইতেন।
সেই স্কুলে বাংলা ভাষা শেখার সেভাবে সুযোগ ছিল না।
১২ বছর বয়সে নেতাজি সুভাষচন্দ্র
বসুকে সেই মিশনারি স্কুল থেকে ভর্তি করা হয় একেবারে বাংলা মাধ্যমের একটি স্কুলে।
নতুন স্কুলে এসে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। তবে বাংলা বলতে না পারার কারণে
প্রথম দিকে তাঁকে সহপাঠী এবং শিক্ষকদের কাছ থেকে নানান ব্যঙ্গ-বিদ্রুপ শুনতে হত।
বাংলা না জানার কারণে সকলের হাসির পাত্র হয়েছিলেন তিনি। তখন থেকেই বাংলা শেখার
অদম্য জেদ চেপে যায় তাঁর মাথায়। যার জেরেই
বার্ষিক পরীক্ষায় সবার থেকে বাংলা বিষয়ে তিনি বেশি নম্বর পান। শুধু তাই
নয় তিনি পারদর্শী হয়ে উঠেছিলেন সংস্কৃত ভাষাতেও।
igniguaps
May 19, 2023 14:49 [IST]Pienuilia
May 16, 2023 21:29 [IST]