ফিফা যেখানে বিশ্বকাপে দল সংখ্যা
বাড়ানোর পথে হাঁটছে, দল বাড়ানোর কথা
ভাবছে আইসিসি সেখানে এফআইএইচ-এর সভাপতি তায়াব ইকরাম জানিয়েছে, বিশ্বকাপে দল বাড়ানোর কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই বিশ্ব হকির নিয়ামক
সংস্থার। তায়াহ ইকবাল ভূয়সী প্রশংসা করেছেন ওড়িশার সরকারের। তিনি জানিয়েছেন,
যোগ্যতা অর্জন করা ১৬টা দলকে নিয়েই হবে বিশ্বকাপ। যোগ্যতা যে দল
অর্জন করতে পারবে সেই দলই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বেশি দলকে সুযোগ করে দেওয়ার
জন্য প্রতিযোগীতার মান ফেলা যাবে না।
তিনি জানিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে কোনও দল ১৫ কিংবা ১৬টি গোল হজম করছে সেটা
ভাল বিজ্ঞাপন নয় বিশ্বকাপ হকির জন্য। বিরসা মুণ্ডা স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে
তিনি এও জানিয়েছেন আগামী দিনে হকিতে পেনাল্টি কর্নারের নিয়মে কিছু পরিবর্তন আসতে
পারে এবং তা খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে। পেনাল্টি কর্নারের সময়ে
খেলোয়াড়দের চোট লাগার একটা ঝুঁকি থেকেই যায়, সেই সম্ভাবনা
কমানোর জন্যই এই বিষয়ে এফআইএইচ-এর টেকনিক্যাল কমিটি চিন্তা ভাবনা করছে।
আরও পড়ুন: Australian Open 2023: অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের
আরও পড়ুন: FIH Hockey World Cup 2023: ১২ জন নিয়ে খেলা হল বিশ্বকাপের ম্যাচ, নিয়ম ভঙ্গ করে শিরোনামে নিষ্ঠাবান জাপান
বিরসা মুণ্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের ভূয়সী
প্রশংসা করে তিনি বলেছেন, “কোনটা বড়
স্টেডিয়াম কোনটা নয়, সেই বিতর্কে যেতে চাই না, তবে বলতে পারি অলিম্পিকেও এই মানের স্টেডিয়াম এবং সুযোগ সুবিধা থাকে না।”
পাকিস্তানের অর্থনৈতিক অচলাবস্থায় কী
ভাবছে এফআইএইচ তার এতটি ধারণাও দিয়েছেন বিশ্ব হকির নিয়ামক সংস্থার সর্বোচ্চ কর্তা।
তিনি বলেছেন, “পাকিস্তান বিশ্ব হকির অন্যতম
স্টেক হোল্ডার। আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি পাকিস্তান এবং অন্যান্য দেশকে সুযোগ
করে দেওয়ার জন্য যাতে তারা সর্বোচ্চ স্তরে খেলতে পারে। আমাদের প্রয়োজন সেই দেশের
থেকেও একই রকম ভাবে সারা পাওয়া।”
Soigiougs
Mar 16, 2023 22:02 [IST]Pealock
Feb 04, 2023 13:16 [IST]