আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে
পুরুষদের হকি বিশ্বকাপ (FIH Hockey Men's World Cup 2023)। গত বছর হকি
বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। এবারও ভারতে বসছে হকি বিশ্বকাপের আসর। এটি হকি
বিশ্বকাপের পঞ্চদশ সংস্করণ। যা অনুষ্ঠিত হবে রাউরকেল্লা’র বিরসা মুন্ডা স্টেডিয়ামে এবং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
জেনে নেওয়া যাক বিরসা মুন্ডা স্টেডিয়ামের কিছু বিশেষত্ব।
এবারের হকি বিশ্বকাপের ৪৪টি ম্যাচের
মধ্যে ২০টি আয়োজিত হবে বিরসা মুন্ডা স্টেডিয়ামে। বাকি ২৪টি ম্যাচ হবে কলিঙ্গ
স্টেডিয়ামে।
ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম
বিরসা মুন্ডা। এখানে ২০০০০ সমর্থক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।
স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা’র নামানুসারে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। দীর্ঘ ১৫ একর জমির উপর
নির্মিত হয়েছে নতুন এই স্টেডিয়ামটি।
আরও পড়ুন: FIH Men's Hockey World Cup 2023: হকি বিশ্বকাপ শুরুর আগে এই তথ্যগুলি জেনে নিন
আরও পড়ুন: FIH Men's Hockey World Cup 2023: দুয়ারে হকি বিশ্বকাপ, কেমন হল ভারতের স্কোয়াড, দেখে নিন
২০২৩ সালের হকি বিশ্বকাপে ভারতের
প্রথম ম্যাচটি হবে বিরসা মুন্ডা স্টেডিয়ামে। আগামী ১৩ জানুয়ারি স্পেনের মুখোমুখি
হবে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরের ম্যাচটিও হবে এই মাঠেই।
সম্প্রতি কোরিয়া এবং ভারতের জুনিয়র
হকি দলের তিন ম্যাচের সিরিজ আয়োজন করা হয়েছিল এই মাঠেই। মূলত নয়া নির্মিত
স্টেডিয়ামটির অস্ত্রটার্ফ সঠিক ভাবে নির্মিত হয়েছে কি না, তা দেখার জন্য আয়োজন করা হয়েছিল এই ম্যাচের।
২০২১ সালে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন
পট্টনায়ক বিরসা মুন্ডা স্টেডিয়াম তৈরির কাজ শুরু করেন। ১০০০ হাজার শ্রমিক
প্রত্যেকদিন কাজ করতেন এই স্টেডিয়ামে।
এই স্টেডিয়ামের সঙ্গে একটি বিরাট
সুইমিং পুল, একটি অনুশীলনের পিচ, একাধিক ফিটনেস সেন্টার ২২৫টি ঘর, যেখানে খেলোয়াড় এবং
কোচরা থাকতে পারবেন। উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন
রাউরকেল্লার বিমানবন্দর বিদেশি খেলোয়াড়দের জন্য ব্যবহার করা হবে।
Pealock
Feb 04, 2023 06:37 [IST]Pealock
Jan 26, 2023 08:45 [IST]InessaslMl
Jan 21, 2023 02:55 [IST]