চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার সরকারের
তরফে নিয়োগ হতে চলেছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া’তে (Food
Corporation of India)। জানা গিয়েছে, গ্রেড ২, ৩ ও ৪ মিলিয়ে মোট ৪৭১০টি শূন্যপদে নিয়োগ
করা হবে। অষ্টম বা দশম শ্রেণি পাশ করলেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ফুড
কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট fci.gov.in -এ গিয়ে এই চাকরির
জন্য সরাসরি আবেদন করা যাবে।
আবেদন মূলত অনলাইনেই করতে হবে। মোট ৪৭১০টি শূন্যপদের জন্য
আবেদন করা যাবে। যার মধ্যে গ্রেড-২ তে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে। গ্রেড-৩ ও
গ্রেড-৪-এ যথাক্রমে মোট ২৫২১টি ও ২১৫৪টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের অবশ্যই অষ্টম
বা দশম শ্রেণি পাশ হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে
কেন্দ্রের নিয়ম অনুযায়ী জনজা-উপজাতিদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হবে। আবেদন
করার জন্য আবেদনকারীকে কোনও ফি দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ
বিনামূল্যে করা যাবে আবেদন। ৯ মে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করার
প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই শেষ তারিখও জানিয়ে দেওয়া হবে।
নিয়োগের পরীক্ষা: ফুড কর্পোরেশন
অব ইন্ডিয়ার বিভিন্ন পদে নিয়োগের জন্য শারীরিক দক্ষতা, লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা দিতে হবে। এছাড়া
যাবতীয় নথি যাচাই করা হবে। সমস্ত নথি ও তথ্য সঠিক থাকলে তবেই নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Job News: বিপুল শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাক বিভাগ
আরও পড়ুন: Jobs: বেতন কম, চাকরি ক্ষেত্রে অসন্তুষ্টি, কর্ম বিমুখ হয়ে পড়ছেন অসংখ্য ভারতীয়
কীভাবে আবেদন করবেন?
প্রথমেই ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে ‘রিক্রুটমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
এবার অনলাইন ফর্ম অপশনে ক্লিক করতে হবে।
এবার যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
শেষে ফর্ম সাবমিট হওয়ার নথি হিসাবে একটি প্রিন্ট আউট বের
করতে হবে।