গুরুতর অসুস্থ হয়ে বহুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী।
এরপর অনেকটাই সুস্থ হওয়ার পর তিনি বাড়িতেও ফিরে এসেছিলেন। কিন্তু, আবারও শারীরিক সমস্যার
জেরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না আর। প্রয়াত হলেন অভিনেত্রী
সোনালী চক্রবর্তী।
অভিনেত্রীর অসুস্থতা প্রসঙ্গে তাঁর
স্বামী শঙ্কর চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পেটে ফ্লুইড জমেছিল অভিনেত্রীর। সেই জন্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত
কিছুটা ভাল রয়েছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন বিশ্রামে থাকতে হবে। এরপরই
তিনি শুটিংয়ে ফিরতে পারবেন। কিন্তু শেষমেশ না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী সোনালী
চক্রবর্তী।
আরও পড়ুন:বিমান বন্দরের এই সমস্ত জায়গা থেকে শপিং করলে একেবারে জলের দরে পাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র
প্রসঙ্গত, বাংলা টেলিভিশন জগতের অন্যতম অভিনেত্রী
সোনালী চক্রবর্তী। তবে খলনায়িকা হিসেবে একটা সময় খুব জনপ্রিয় ছিলেন সোনালি চক্রবর্তী।
‘হারজিত’ ছবিতে নায়িকার সৎ মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ‘বন্ধন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ছোট
পর্দায় দেখা যাচ্ছিল তাঁকে। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ির জেঠিমা হয়ে ধরা দিচ্ছিলেন সোনালি দেবী।তবে দীর্ঘদিন পর কামব্যাক
করেও আর তাঁকে দেখা যাবে না কোনও চরিত্রেই। অভিনেত্রীর প্রয়াণে অনুরাগী থেকে শুরু
করে তাঁর সকল সহকর্মী ও পরিবারের সকলেই খুবই শোকাহত ও মর্মাহত।
dTagGDUKF
Sep 01, 2023 07:51 [IST]WZRooV
Aug 25, 2023 23:01 [IST]bSaLxKJpa
Jul 27, 2023 17:59 [IST]IrXjLq
Jul 23, 2023 19:51 [IST]Alcorse
Jun 22, 2023 15:16 [IST]Alcorse
Jun 17, 2023 05:43 [IST]Preelia
May 16, 2023 15:47 [IST]Preelia
May 10, 2023 23:12 [IST]glIlmer
Mar 18, 2023 02:49 [IST]