লতা মঙ্গেশকর ছিলেন ক্রিকেটের দারুণ ভক্ত। সময় পেলেই
স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে ভালবাসতেন তিনি। ক্রিকেটার রাজ দুঙ্গারপুর ছিলেন তাঁর বিশেষ ‘বন্ধু’। ক্রিকেট সংক্রান্ত যাবতীয় খোঁজ খবর ছিল তাঁর
নখদর্পনে। শুধু যে খেলা বা খেলোয়ারদের নাম, তাঁদের স্টাইল
তাই নয়, লতা খোঁজ খবর রাখতেন ক্রিকেট দুনিয়ার আইন-কানুনেরও।
এদিকে ভারত অধিনায়ক মনসুর আলি খান পাতৌদির স্ত্রী হয়েও খেলার অনেক বিষয় অজানা ছিল
অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। তা নিয়ে কষে বকুনি খেতে হয়েছিল তাঁকে সুরের সরস্বতীর
কাছে। সম্প্রতি একথা নিজেই জানিয়েছেন সত্যজিতের নায়িকা।
এক সাক্ষাৎকারে শর্মিলা জানিয়েছেন, ক্রিকেটের অসম্ভব ভক্ত ছিলেন লতাজি। একদিন গল্প আড্ডার ছলেই শর্মিলাকে
ক্রিকেট সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন সুরসম্রাজ্ঞী। সেগুলির উত্তর দিতে
গিয়ে বেশ নাজেহাল হন পর্দার ‘অপর্ণা’।
বরং বেশ কিছু প্রশ্নের উত্তর দিতেই পারেননি। তাতে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন লতা
মঙ্গেশকর।
আরও পড়ুন: শ্রদ্ধার চোখে শ্রেষ্ঠ লতা, 'আজি'র স্মরণে গায়িকার নাতনি
আরও পড়ুন: প্রকাশ্যে এল সুরসম্রাজ্ঞীর শেষ ভয়েস ক্লিপ
বাধ্য হয়ে কিছুটা আত্মপক্ষ রক্ষার্থেই টাইগার-পত্নী
বলেছিলেন,
“আমি তো আর ক্রিকেটার নই। আমার স্বামী খেলেন, ওই
বিষয়টি তাঁর জগৎ।” তাতেও মন ভেজেনি ‘ভারতরত্ন’র। বরং শর্মিলাকে পরামর্শ দেন এই বিষয় অভিনেত্রীর অবশ্যই জানা উচিত।
‘অনুপমা’, ‘চুপকে চুপকে’, ‘অমর প্রেম’, ‘আরাধনা’, ‘দাগ’,
‘আ গলে লাগ যা’ সহ একাধিক সিনেমায় শর্মিলার
লিপে গান গেয়েছেন লতা মঙ্গেশকর।