চলতি বছরের গত ২৯ জুলাই স্বরাশি মীনে প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু
এই অবস্থান ২০২২ সালের নভেম্বর পর্যন্ত থাকবেন। এর পর গুরুর অবস্থান স্বাভাবিক হয়ে
যাবে। বৃহস্পতির এহেন অবস্থানের জন্য লাভবান হবেন কিছু রাশির জাতকরা। দেখে নিন তালিকায়
রয়েছেন কারা-
কুম্ভ: দেবগুরু বৃহস্পতি
কুম্ভ রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছেন। চাকরিজীবীরা সহকর্মীদের সহযোগিতা পাবেন।
জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। তবে ব্যয় নিয়ন্ত্রনে রাখুন, না হলে তা আপনার মাথা ব্যথার
কারণ হয়ে দাঁড়াবে।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের
জন্য বক্রী গুরু শুভ । বৃহস্পতি আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করছেন। এই সময়ের
মধ্যে আপনি কর্মজীবনে অগ্রগতি পাবেন। চাকরিতে পদোন্নতির মাধ্যমে স্থান পরিবর্তন সম্ভব।
ব্যবসায়ীদের লাভবান হওযার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: লবঙ্গ আমাদের স্বাস্থ্যের অনেক উপকারে ব্যবহার করা হলেও, মাত্রাছাড়া ব্যবহারে বাড়ে বিপদও!
আরও পড়ুন: Durga Puja 2022: পুজোর উপহারেও থাকুক নতুনত্বের ছোঁয়া, রইল তারই বেশ কিছু হদিশ
কর্কট: দেবগুরু বৃহস্পতির
গতিতে পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য শুভ সংকেত। বৃহস্পতি আপনার রাশি থেকে নবম
ঘরে অবস্থান করছেন। এই সময়ে আপনার আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। অর্থনৈতিক উন্নতির
সম্ভাবনা রয়েছে।
বৃষ: দেবগুরু বৃহস্পতি
আপনার রাশি থেকে ১১তম ঘরে রয়েছেন। এই সময়ে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা
পদোন্নতি পেতে পারেন এবং ব্যবসায়ীরা লাভ পেতে পারেন। আপনার কাজের ধরনে পরিবর্তন আসবে।
মীন: বৃহস্পতি গ্রহের
বিপরীতমুখী গতি মীন রাশির মানুষের জন্য শুভ। বৃহস্পতি আপনার রাশিতে বিপরীতমুখী হয়েছেন।
এই সময়ে আপনার চাকরিতে পরিবর্তন হতে পারে। এই সময়টা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে।