বাংলা ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত
থেকে শুরু করে স্বস্তিকা, রাইমা সহ আরও অনেকে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন
সকলেই। তবে শুধুমাত্র টলিউডে পড়ে রয়েছেন তা কিন্তু নয়, টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডেও
নাম লিখেছেন এই তারকারা। রাইমা সেন, স্বস্তিকা, পাওলি ও রচনার পর এবার বাংলা থেকে বলিউডের
গাড়িতে সওয়ার আরও এক বঙ্গতনয়া। এই তালিকায় যুক্ত হল আরও এক নাম। তনুশ্রী চক্রবর্তী।
জুটি বাঁধছেন সানি দেওলের সঙ্গে।
আরও পড়ুন: Annu Kapoor: প্যারিসে গিয়ে সর্বস্ব খোয়ালেন অভিনেতা অন্নু কপূর
আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের থেকেও বেশি পারিশ্রমিক নিচ্ছেন রণবীর! জানুন আসল বিষয়টি
প্রথম হিন্দি ছবিতে সানির স্ত্রীর চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। সানি মানেই
‘অ্যাকশন’ কেন্দ্রিক হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, এই ছবির ক্ষেত্রেও
তার অন্যথা হবে না। তবে শুধু নায়ক নন, পর্দায় অ্যাকশন করতে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও।
ইতিমধ্যেই উদয়পুরে ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তবে ছবির প্রেক্ষাপট সম্পর্কে এখনও
কিছুই জানা যায়নি। তবে এই ছবি নিয়ে তনুশ্রী বলেন, “এই বিষয়ে কোনও কথা বলতে পারব না।”টলিপাড়ার সূত্রের
খবর যদিও বলছে, শ্যুটিং প্রায় শেষের পথে। ছবির নামও জানা যায়নি।