বলিউডের চিরনবীনা রেখা আজও বহু পুরুষের হৃদয়ে
ঢেউ তোলেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বয়স ৭০-এর গোড়ায় পৌঁছলেও তার খুব বেশি প্রভাব
নিজের মধ্যে পড়তে দেননি বলিউড সুন্দরী। সর্বদা হাসিমুখে ক্যামেরার সামনে ধরা
দেওয়া রেখা এক অনুরাহীর গালে বসান চড়। তবে, রেগে নয়, এই চড়ে ছিল ভালবাসা এবং স্নেহ।
Jawan: জীবন যায় যাক, কিন্তু প্রাণের চেয়ে প্রিয় শাহরুখ, তাই ভেন্টিলেটর নিয়ে সিনেমাহলে 'জওয়ান' দেখলেন এই ভক্ত
ডিজাইনার মনীশ মালহোত্রার একটি অনুষ্ঠানে
উপস্থিত হয়েছিলেন রেখা। তাঁর মতো গ্ল্যামার কুইনকে সামনে পেয়ে ছবি তোলার জন্য ঘিরে
ধরেন চিত্রগ্রাহকরা। তাঁদের সকলের আব্দার মিটিয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার জন্য
যখন গাড়ির দিকে হাঁটা লাগিয়েছেন তখন রেখার এক অনুরাগী আবদার করেন ছবি তোলার জন্য।
ওই ভক্তের বায়নাক্কা শুনে কিছুটা রাগ করেই হালকা হাতে তাঁর গালে চড় বসান রেখা।
যাতে ছিল স্নেহ মিশ্রিত প্রশ্রয় এবং ভালবাসা।
অমিতাভ নন, 'আনন্দ'-এ সৌমিত্রই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ
এই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে
ইনস্টাগ্রামে। রেখার ফ্যানেরা তাঁর এই আচরণকে মজার ছলেই নিয়েছেন, য়ার মধ্যে একজন আবার লিখেছেন, “গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর স্নানই করবেন না।”