করোনা আক্রান্তের গ্রাফ লাফিয়ে
লাফিয়ে বেড়েই চলেছে। অতিমারির তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ হয়েছে করোনা
পরিস্থিতি। হু-হু করে দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বড় থেকে শুরু করে শিশুদের
উপরও এর প্রভাব পড়ছে। বহু শিশু কোভিডে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে ওমিক্রন
স্ট্রেনে ছোটদের মধ্যে করোনা সংক্রমণের ঘটনা বেড়েছে। টলিউড থেকে বলিউড একে একে
আক্রান্ত বহু তারকা। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিনিয়ত তারকাদের করোনা আক্রান্ত
হওয়ার খবর প্রকাশ্যে আসছে। তবে বহু সাবধানে থেকেও শেষরক্ষা হল না অভিনেত্রী
কাজলের। অবশেষে করোনা আক্রান্ত হলেন কাজল। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা
জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে নাইসার
হাসিমুখের ছবি আপলোড করেন কাজল। তারপর মেয়েকে ট্যাগ করে লেখেন, “করোনা পরীক্ষার ফল পজিটিভ, আর আমি এক্কেবারেই চাই না
আমার ফুলে থাকা এই নাক কেউ এভাবে দেখুক। তার চেয়ে বরং বিশ্বের সবচেয়ে সুন্দর এই
হাসিটাই থাক। নাইসা তোকে খুব মিস করছি।”
আরও পড়ুন: মদ খেয়ে শাহরুখের পার্টিতে যান কপিল শর্মা! তারপর কী হল জানেন?
আরও পড়ুন: মাদক কাণ্ডে যুক্ত সুশান্তের প্রতিবেশী, এনসিবির হাতে গ্রেফতার 'ড্রাগ লর্ড'
এমন পরিস্থিতিতেই টলিউড বলিউডের
একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছে। এখন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। পাশাপাশি করোনা আক্রান্ত সন্ধ্যা
মুখোপাধ্যায়ও। করোনার বাড়বাড়ন্তে সকলকেই বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছেন চিকিৎসক
থেকে শুরু করে বহু তারকাও। কিন্তু কাজের জন্য বাড়ির বাইরে সকলকেই বেরোতে হচ্ছে।
কিন্তু যে হারে করোনার গ্রাফের পাশাপাশি ওমিক্রনও বেড়ে চলেছে তা নিয়ে আতঙ্কে দিন
কাটাচ্ছেন সকলেই।