‘কৌন বনেগা ক্রোড়পতি’র জার্নি অমিতাভ বচ্চনের জীবনের এক স্মরণীয় অধ্যায়। সেই কেবিসি সদ্য
পদার্পণ করল ১০০০ তম পর্বে। আর এই বিশেষ দিনে কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে বিশেষ
অতিথি হয়ে এসেছিলেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা ও নভ্যা নভেলি নন্দা।
ভার্চুয়ালি ছিলেন জয়া বচ্চনও। সেখানেই হঠাৎ ফাঁস হয়েছে এক তথ্য।
আরও পড়ুন: বিয়ের আগে ঘরোয়া রূপচর্চার উপর ভরসা রাখছেন ক্যাটরিনা
আরও পড়ুন: সন্তানকে ফিরে পাবেন মা, বলবেন রানি
এই শো থেকেই বিগ বি জানিয়েছেন,
তাঁর সবচেয়ে বড় সমালোচক তাঁর স্ত্রী। আসলে শহেনশাহার পোশাক আসাক নিয়ে বর সমস্যা
জয়া বচ্চনের। অমিতাভের আউটফিট নিয়ে রীতিমতো বাড়িতে আলোচনা করেন তিনি। কখনও তা
পছন্দ হয়, কখনও হয় না। স্বভাবতই তখন শুরু হয় সমালোচনা। বিগ
বি তো মঞ্চেই একসময় বলে বসেন পোশাক নিয়ে আলোচনা করা বন্ধ না করলে, জয়ার সঙ্গে একেবারেই কথা বলবেন না তিনি। তাঁদের এই কথোপকথন নিয়ে কেবিসির
সেটে অনেক মজাও হয়।
কেবি সি থেকেই জানা গিয়েছে,
বাড়িতে নাকি গাউনেই বেশি স্বচ্ছন্দ অমিতাভ। অথচ দাদুকে স্যুট বুটে দারুণ লাগে তা
স্বীকার করেছেন নাতনি নভ্যা। যদিও দিদার যে দাদুকে কোনও রঙেই ঠিক ভাল লাগে না তাও
হাসতে হাসতে জানিয়েছেন তিনি। জয়াও সামিল হন তাতে। মজা করে বিগ বি’কে
বলেন মেরুণ, ব্রাউন বা বেগুনি স্যুটে মোটেই ভাল লাগে না
তাঁকে। আজও যে স্বামী-স্ত্রীর মধ্যের রসায়ন ভীষনভাবে মজবুত ও মিষ্টতায় ভরা তা যেন
প্রমাণ করল এই খুনসুঁটি।