গতকাল শেষ হল বিগ বস সিজন ১৫। ২০২১’র ২ অক্টোবর
থেকে শুরু হয়েছিল বিগ বসের ঘরে প্রতিযোগীদের পথ চলা। চড়াই-উতরাই পথ পেরিয়ে অবশেষে
এই সিজনের জয়ের মুকুট পরলেন তেজস্বী প্রকাশ। প্রথম এবং দ্বিতীয় রানার আপ স্থান
অধিকার করেছেন যথাক্রমে প্রতীক ও করণ।
বিগ বস ১৫-এর কে উইনার হবে এই নিয়ে সোশ্যাল মিডিয়া ও
ভক্তদের মধ্যে একটা উন্মাদনাও ছিল। চর্চাও হয়েছে অনেক। সব আলোচনার অবসান ঘটিয়ে
বিজয়ী হলেন তেজস্বী। এদিন বিগ বস ১৫’র বিজয়ী হিসেবে তেজস্বী
জিতে নেন ট্রফি ও ৪০ লক্ষ টাকার পুরস্কার মূল্য।
দর্শকদের বিচারে ‘বিগ বস’-এর বিজেতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন প্রতীক আর করণ। তারপরেই নাম
আসে শমিতা আর তেজস্বীর। প্রসঙ্গত, প্রথম থেকেই শো-তে বনিবনা
নেই করণ আর প্রতীকের। এদিকে একে-অপরকে সহ্য করতে পারেন না শমিতা আর তেজস্বীও। বিগ
বসের ঘরের ভিতর সকলের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন তেজস্বী। একেকটা সময় তাঁর মন্তব্য
এবং কার্যকলাপের জেরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কিন্তু দর্শক ভালবেসেছেন
তাঁর অ্যাটিটিউড।
আরও পড়ুন: পোস্ট করলেন 'প্রি-ওয়েডিং ফোটোশুট'র ছবি, তবে কি বিয়ে করছেন উরফি!
আরও পড়ুন: স্টান্ট দেখাতে গিয়ে জ্বলন্ত ঘরে আটকা পড়ল 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'র প্রতিযোগী
শমিতা শেট্টি পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ
করেছেন। অন্যদিকে, ফিনালে ১০ লক্ষ টাকা নিয়ে শো ছেড়ে
বেরিয়ে গেলেন নিশান্ত। সঞ্চালকের সলমন খানের বক্তব্য, সঠিক
সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ জেতার মতো ভোট ছিল না তাঁর কাছে। তাই সঞ্চালকের মতে
তিনি বেরিয়ে গিয়ে ভালই করেছেন।
এদিকে এদিন বিগবস গ্র্যান্ড ফিনালে উপস্থিত হয়েছিলেন বিগ
বসের পাঁচ প্রাক্তন বিজয়ীরা। এদিন বিশেষ অতিথি হিসেবে আসেন গৌতম গুলাটি, উর্বশি
ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান আর
রুবিনা দিলায়েক। তাঁরাই ১০ লাখ টাকা বাক্সবন্দি করে ঘরের মধ্যে যান। অফার দেন
ট্রফি বা ১০ লাখের মধ্যে থেকে বেছে নিতে হবে একটা। সেই অফার গ্রহণ করেই ১০ লক্ষ
টাকা নিয়ে বিগ বসের ঘর ছাড়েন নিশান্ত।
Soigiougs
Mar 17, 2023 08:21 [IST]