কলকাতায় লাইভ কনসার্ট করতে এসে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন শিল্পী কৃষ্ণকুমার
কুন্নাথ। তাঁর অকাল প্রয়াণে বন্ধুবান্ধব থেকে শুরু করে শুভ্যাধুনায়ী সকল ভক্ত একেবারে
শোকাহত। মঞ্চেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন কেকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে
প্রখ্যাত শিল্পীর। মঙ্গলবার রাতে ঘটনার আকস্মিকতায় সকলেই হকচকিয়ে গিয়েছিলেন। তাঁর গান
শুনতে পাওয়ার সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে চাননি সকল অনুরাগী। তার জেরে অনুষ্ঠানের
কয়েকদিন আগে থেকেই ভক্তদের মনে উচ্ছ্বাসের শেষ নেই। কিন্তু সেই মঞ্চেই শেষমেশ মৃত্যু
হল কেকের। মেনে নিতে পারছেন না কেকের শেষ রেকর্ড করা গানের গীতিকার গুলজারও। সম্প্রতি
তিনি জানিয়েছেন, “কেকে যেন শেষবিদায় জানিয়ে গেল আমার এই গানের মধ্যে দিয়ে।”
আরও পড়ুন: Aparajito: ভাবনা 'হাইজ্যাক', অপরাজিত'র প্রযোজকদের ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণের আইনি নোটিস
আরও পড়ুন: KK: শারদোত্সবে অভিনবত্বের ছোঁয়া, কবিরাজ বাগানে এবারের থিম প্রয়াত কেকে'র 'শেষ কনসার্ট'
সোমবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘শেরদিল’-এ কেকে-এর গাওয়া
শেষ প্লে-ব্যাক গান। ‘ধুপ পানি বহেনে দে’ শুনে আবেগপ্রবণ শিল্পীর ভক্তরা। গানটি লিখেছেন
গুলজার এবং সুর দিয়েছেন শান্তনু মৈত্র। মুক্তির পরেই বহু প্রশংসা কুড়িয়েছে এই গান।
এই প্রসঙ্গ নিয়ে গুলজার জানিয়েছেন, এক সাক্ষাৎকারে, “কেকের এভাবে চলে যাওয়া কিছুতেই
মেনে নেওয়া যায় না। আমার কাছে কোনও ভাষা নেই। শুধু এটুকু বলতে পারি, কেকে তুমি ফিরে
এসো। যতদিন না তুমি আসবে, আমরা তোমার গান বার বার শুনে যাব।”