তাসলিমা নাসরিন(Taslima Nasrin) একজন বাংলাদেশী লেখিকা। তিনি মূলত সমাজে
নারী নির্যাতন ও ধর্মীয় সমালোচনা ইত্যাদি নিয়ে লেখেন। সামাজিক মাধ্যমে তাঁর
মন্তব্যের জেরে একাধিকবার বিতর্কেও জড়িয়ে পড়েছেন তিনি। লেখিকা হিসেবেই অধিক পরিচিত হলেও
রুপোলি জগতে অভিনয়েরও সুযোগ পেয়েছিলেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেন
তাসলিমা।
সৃজিত মুখোপাধ্যায়ের জনপ্রিয় ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে
কখনও খেতে আসেননি’ দেখেই নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে
একটি পোস্ট করেন লেখিকা। আর সেখানেই তাঁর অভিনয় প্রস্তাব পাওয়ার বিষয়টি উল্লেখ
করেন তিনি। তসলিমা নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, 'হইচই'এ লগ ইন করার ইউজার নেম পাসোয়ার্ড সবে দিন তিনেক হলো পেয়েছি। মন্দারের
একটি এপিসোড দেখার পর দেখলাম সৃজিতের 'রবীন্দ্রনাথ এখানে
কখনও খেতে আসেননি'। এর প্রতিটি এপিসোডই দেখেছি। যে দেশে
ক্রাইম সবচেয়ে কম সেই সুইডেনে ক্রাইম ফিকশান খুব জনপ্রিয়, যে
সাদামাটা বাংলায় রহস্য বলতে বেশি কিছু নেই, সবই দিনের আলোর
মতো পরিস্কার, সেই বাংলায় রহস্য উপন্যাস খুব জনপ্রিয়।
ছোটবেলায় রাত জেগে কত শত রহস্য উপন্যাস যে পড়েছি।'
আরও পড়ুন: হাসপাতালে চিকিত্সাধীন 'বাঁটুল' স্রষ্টা নারায়ণ দেবনাথ
আরও পড়ুন: বাংলার বুকে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা
এরপরই তিনি তাঁর অভিনয় প্রস্তাব পাওয়ার কথা জানান সামাজিক
মাধ্যমে। তাসলিমা বলেন, 'আমাকে অনেক বছর আগে কলকাতার এক
চিত্রপরিচালক অনুরোধ করেছিলেন তাঁর ছবিতে অভিনয় করতে। আমি জিজ্ঞেস করেছিলাম,
চরিত্রটির কোথায় জন্ম, কোথায় বড় হওয়া। পরিচালক
বলেছিলেন, কলকাতায়। তখন আমি বলে দিয়েছি, আমি অভিনয় করবো না, কারণ আমার উচ্চারণ কলকাতার
উচ্চারণের মতো নয়। দীর্ঘদিন কলকাতার মানুষের সঙ্গে কথা বলে কলকাতার উচ্চারণ
সামান্য রপ্ত করেছি বটে, তবে অভিনয় করতে হলে সামান্য হলে চলে
না, সবটা হওয়া চাই। আমি ভানু বন্দোপাধ্যায় নই। তিনি দুটো
অঞ্চলের উচ্চারণই সমান দক্ষতার সঙ্গে বলতে পারতেন। দীর্ঘদিন নয়, দীর্ঘযুগ কলকাতায় বাস করার ফল সেটি।'